রেজাউল করিম বাগমারা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলার গাঙ্গোপাড়া গ্রামে বিষধর সাপের কামড়ে সুইট (২০) নামে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত সুইটি উপজেলার ১০ নং মাড়িয়া ইউনিয়নের গাঙ্গোপাড়া গ্রামের মেছের আলীর কলেজ পড়ুয়া মেয়ে । বুধবার ২৬ আগষ্ট ২০২০ ইং দিবাগত রাত ২ টার সময় উপজেলার গাঙ্গোপাড়া গ্রামে ঘটনা ঘটে। এলাকা সূত্রে জানা গেছে প্রতিদিনের ন্যায় সন্ধ্যায় খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ঘুমানো অবস্থায় হাতে সুইট কে বিষধর সাপ দংশন করলে ঘুম ভেঙ্গে যায়। রাতে সাপের কামড়ের কথা জানাজানি হলে কবিরাজ ডেকে ঝাঁড়ফুক দেয়। পরে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বাগমারায় সাপের কামড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু
Share!