করোনা ভ্যাকসিন পাওয়ার দৌড়ে বাংলাদেশ প্রথম সারির মধ্যে থাকবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের ভ্যাকসিন বিভিন্ন দেশে তৈরি হচ্ছে। আর এই ভ্যাকসিন পাওয়ার দৌড়ে প্রথম সারিতেই রয়েছে বাংলাদেশ। আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশ করোনা ভ্যাকসিন পাবে।
শনিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নে কর্নেল মালেক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশুখাদ্য ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশ করোনার ভ্যাকসিন পেলে বাংলাদেশও প্রথম সারির মধ্যে থাকবে। বিভিন্ন দেশে এখন ভ্যাকসিন তৈরি হচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যেই হয়তো সেই ভ্যাকসিন পাওয়া যাবে। দুদিন আগে বাংলাদেশে চীনা ভ্যাকসিন পরীক্ষামূলকভাবে ব্যবহারের অনুমোদন দেয়া হয়েছে।’
বাংলাদেশে করোনা পরিস্থিতি অনেকটা ভালো জানিয়ে মন্ত্রী বলেন, ‘এখনো ভারত, আমেরিকায় প্রতিদিন এক হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। সেখানে বাংলাদেশে মৃত্যুর হার খুবই কম। সেটা প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই সম্ভব হয়েছে। ১৬ কোটি মানুষের মধ্যে মাত্র চার হাজার মানুষ মারা গেছে।’
সবাইকে স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়ে জাহিদ মালেক বলেন, ‘আপনারা ঘর থেকে বাইরে হলেই মাস্ক পরবেন। মাস্ক পরলেই আপনারা করোনাভাইরাস প্রতিরোধ করতে পারবেন।’
স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন অরিষের চেয়ারম্যান মো. আফছার উদ্দিন সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন মানিকগঞ্জ জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামিম, মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. লুৎফর রহমান প্রমুখ।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী ওই এলাকায় শাবানা মডেল কমিউনিটি ক্লিনিকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ম্যুরাল উদ্বোধন করেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩২ জন মারা গেছেন। এসময় নতুন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন দুই হাজার ১৩১ জন। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৮ হাজার ৯২৫ জনে। আর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ২০৬ জন।
শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) দেশে নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৬৮৯টি। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ১৩১ জনের। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৮ দশমিক ২৩ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৫ লাখ ২৫ হাজার ৮১৫টি। এবং এ পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ২৫ শতাংশ।