রোমান্টিক থ্রিলারধর্মী ওয়েব ফিল্ম ‘সোলমেট’-এ চুক্তিবদ্ধ হলেন বিপাশা কবির ও সাঞ্জু জন। এছাড়াও এ ওয়েব ফিল্মে থাকছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত অভিনেতা তাসকিন আহমেদ ও অভিনেতা শিমুল খান। ওয়েব ফিল্মটির মূল ভাবনা পরিচালক বাপ্পি খানের নিজের, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অনামিকা মণ্ডল। আগামী মাসের প্রথম সপ্তাহে শুটিং শুরু হবে। ঢাকা, গাজীপুর ও সিলেটের বিভিন্ন লোকেশনে ফিল্মটির শুটিং অনুষ্ঠিত হবে। ওয়েব ফিল্মটি সম্পর্কে পরিচালক বলেন, যেহেতু এটা আমার প্রথম ওয়েব ফিল্ম সুতরাং এই প্রজেক্টে আমি আমার সর্বোচ্চটা দেয়ারই চেষ্টা করছি। তাই শুরু থেকেই গল্প নিয়ে অনেকটা সময় দিয়েছি। প্রথম যে কোন কিছুর জন্যই অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করে তাই আমি মুখিয়ে আছি কাজটা শুরু করার জন্য। বিপাশা কবির, সঞ্জু জন, তাসকিন আহমেদ, শিমুল খান প্রত্যেকেই ভালো অভিনয়শিল্পী।
প্রত্যেকেই গল্প নিয়ে তাদের সন্তুষ্টি প্রকাশ করেছেন। আশা করছি দর্শকরা খুব ভালো কিছু পাবে। বিপাশা কবির বলেন, গল্প ও স্ক্রিপ্ট অত্যন্ত শক্তিশালি। পড়ার পর আমি একবাক্যে কাজটা করতে রাজী হয়ে যাই। গল্পে আমার চরিত্রের নাম মাহা। শুধু আমার চরিত্রটিই নয় স্ক্রিপ্টে প্রত্যেকটি চরিত্রকে গুরুত্ব দিয়ে উপস্থাপন করা হয়েছে।