লাখে লাখে টুইটে ছেয়ে গেছে টুইটার। ফেসবুক, ইনস্টাগ্রামসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও হায়হায় রব। লিওনেল মেসি বার্সেলোনা ছাড়তে চান— এ যেন অবিশ্বাস্যের চেয়েও বড় কিছু। মেসিবিহীন বার্সা একসময়ে কেউই ঘুণাক্ষরেও ভাবতে পারতেন না।
কিন্তু মেসি নিজেই জানালেন, আর ন্যু ক্যাম্পে থাকতে চান না তিনি। এককথায় নির্ঘুম রজনী পার করছে বার্সা ভক্তরা। সকলের মনেই প্রশ্ন, ১৭ বছরের মায়া কাটিয়ে কোথায় যাবেন তাদের ‘ত্রাতা’!
ইউরোপিয়ান গণমাধ্যম ও বার্সার হাঁড়ির খবর জানা সাংবাদিকরা অনেকেই জানাচ্ছেন, মেসির পরবর্তী গন্তব্য ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটি। সেখানে কোচ হিসেবে আছেন পেপ গার্দিওলা, যার অধীনে ক্যারিয়ারের সেরা সময়টা পার করেছেন মেসি। এ ছাড়াও ছেলেবেলার বন্ধু আগুয়েরোর সঙ্গ তো পাবেনই। স্প্যানিশ সংবাদমাধ্যম রেডিও কাতালুনিয়ার সাংবাদিক হাভি কাম্পোস এর মধ্যেই জানিয়ে দিয়েছেন, সিটিতে যাওয়ার ব্যাপারে পেপ গার্দিওলার সঙ্গে বেশ কবার ফোনালাপ করে ফেলেছেন মেসি।
টক শো ‘এল চিরিঙ্গিতো’র উপস্থাপক ও সাংবাদিক জোসেপ পেদ্রেরোলও মেসির সিটিতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন, নিজ সূত্রে পাওয়া তথ্যমতে। লাইভে থাকা অবস্থাতেই ফোনে তিনি ম্যাসেজ পান, মেসির পরবর্তী গন্তব্য সম্পর্কে। পরে সবাইকে জানিয়েছেন, মেসি যাচ্ছেন ম্যানচেস্টার সিটিতেই। বার্সা তারকার এক আত্মীয় নাকি তাকে এই খবর দিয়েছেন।
শুধু কাম্পোস-পেদ্রেরোল নন, এস্পোর্তে ইন্তেরাতিভো ও রেডিও ইতাতিয়াইয়ার বিখ্যাত সাংবাদিক মার্সেলো বেকলারও বলছেন, মেসি যেতে পারেন সিটিতে। তার কথা ফেলনা নয়। কারণ তিনিই ২০১৭ সালে নেইমারের বার্সেলোনা থেকে বার্সেলোনা ছাড়ার খবরটি সর্বপ্রথম ফাঁস করেছিলেন। পরবর্তীতে যা সত্য হয়ে আসে।
শুধু গার্দিওলা বা আগুয়েরো নন— সিটিতে মেসির যোগ দেয়ার গুঞ্জন আরও বেশি শক্ত হয়েছে ইতিহাদে এখন বার্সেলোনার সাবেক অনেক কর্তাব্যক্তি আছেন বলে। সিটির ক্রীড়া পরিচালক টিক্সিকি বেগিরিস্টেইন ও প্রধান নির্বাহী ফেরান সোরিয়ানোর সঙ্গে মেসির সম্পর্ক চমত্কার।
স্প্যনিশ সাংবাদিক আলভারো মন্তেরো সাংবাদিক স্কাই স্পোর্টসকে দেয়া এক সাক্ষাত্কারে তাই বলেন, ‘টাকা, লিগের মান, পেপ গার্দিওলা- সবদিক বিবেচনা করলে সিটিই মেসির আদর্শ গন্তব্য। প্রিমিয়ার লিগ যেহেতু বিশ্বের সেরা লিগ এবং গার্দিওলা যেহেতু এর মধ্যেই সিটিতে আছেন, আমার কাছে মনে হয় সব মিলিয়ে সিটিই মেসির জন্য সবচেয়ে ভালো হবে। মেসি-গার্দিওলা জুটি বার্সাকে অনেক কিছু এনে দিয়েছে, খুব সম্ভবত ইতিহাসের সেরা দল ছিল সেটা। আমি তাই বলব, মেসিকে নেয়ার ব্যাপারে সিটির সম্ভাবনাই সবচেয়ে বেশি। ওরাই দৌড়ে এগিয়ে আছে।’