Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

ভারত-শ্রীলঙ্কা সম্পর্কের বরফ গলছে

শ্রীলঙ্কা ও ভারতের মধ্যে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। সম্প্রতি শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী জয়নাথ কলোম্বাজ জানান যে, দ্বীপরাষ্ট্রটি এখন থেকে ‘ভারত প্রথম’ নীতি গ্রহণ করতে যাচ্ছে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এরফলে শ্রীলঙ্কার সকল কৌশলগত ও নিরাপত্তা ইস্যুতে ভারতকে প্রাধান্য দেয়া হবে বলে ধারণা করা হচ্ছে।

গত সোমবার শ্রীলঙ্কার একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে জয়নাথ বলেন, প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসে নিজেই এই ভারত প্রথম নীতি গ্রহণের কথা বলেছেন। তিনি বলেন, আমাদের ভারত থেকে লাভবান হতে হবে। যদিও অন্যান্য দেশের সঙ্গে অর্থনৈতিক সুসম্পর্ক রাখতে হবে তবে ভারতই সবথেকে বেশি প্রাধান্য পাবে। এছাড়া, শ্রীলঙ্কা একটি নিরপেক্ষ বিদেশনীতি গ্রহণ করবে বলেও জানান জয়নাথ। তিনি চীনের কাছে হাম্বানটোটা গভীর সমুদ্র বন্দর হস্তান্তরের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, এটি ছিল শ্রীলঙ্কার জন্য একটি ভুল।

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছে ভারতীয় গণমাধ্যমগুলো। এর আগে শ্রীলঙ্কার শাসকদের ভারতের থেকে চীনের কাছাকাছি মনে করা হতো। কিছু ইস্যু নিয়ে ভারতের সঙ্গে দূরত্বও সৃষ্টি হয়েছিল শ্রীলঙ্কার। তবে সাম্প্রতিক এসব মন্তব্য থেকে ধারণা করা হচ্ছে আবারো সম্পর্কের বরফ গলিয়ে মিত্র হতে চলেছে দক্ষিণ এশিয়ার এই দুই রাষ্ট্র।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top