কেন্দ্রীয় ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) হয়েছেন ডিজিএম পর্যায়ের তিন কর্মকর্তা। তারা হলেন রোকেয়া খাতুন, রুপ রতন পাইন ও সিরাজুল ইসলাম।
গতকাল সোমবার তাদের পদোন্নতি দিয়ে পৃথক অফিস আদেশ জারি করেছে কেন্দ্রীয় ব্যাংকের মানবসম্পদ বিভাগ।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের পলিসি সাপোর্ট উইংয়ের জিএম হয়েছেন রোকেয়া খাতুন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রী
অর্জন করেন। ১৯৯২ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (গবেষণা) পদে যোগদান করেন রোকেয়া।
অন্যদিকে রুপ রতন পাইন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ও এমএসসি শেষ করে সহকারী পরিচালক পদে কেন্দ্রীয় ব্যাংকে যোগদান করেন। ২০১৩ সালে তিনি বেস্ট ইমপ্লয়ি অ্যাওয়ার্ড পান।
এর বাইরে আরও চার জিএমকে নির্বাহী পরিচালক করা হয়েছে। তারা হলেন আওলাদ হোসেন, নাহিদা বেগম, সুলতান মাসুদ ও ড. হাবিবুর রহমান।