ব্যাংকিং সেবাকে সহজ করতে ও গতিশীলতা আনতে এবং গ্রাহকদের হাতের মুঠোয় আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে কমিউনিটি ব্যাংক চালু করল ‘কমিউনিটিক্যাশ’ মোবাইল অ্যাপ্লিকেশন।
গুগল প্লে-স্টোর এবং অ্যাপল অ্যাপ-স্টোর থেকে কমিউনিটিক্যাশ অ্যাপটি ডাউনলোড করা যাবে।বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সম্প্রতি কমিউনিটিক্যাশের উদ্বোধন করেন।
‘কমিউনিটিক্যাশ’ অ্যাপের মাধ্যমে ব্যালেন্স চেক, ফান্ড ট্রান্সফার, ব্যাংকিং রিকোয়েস্ট, কার্ড পেমেন্ট, ইউটিলিটি পেমেন্ট, টিউশন ফি পেমেন্ট, ই-কমার্স, মোবাইল ফোন রিচার্জসহ বিভিন্নপ্রকার সেবা গ্রহণ করা যাচ্ছে।
অনুষ্ঠানে র্যাবের মহাপরিচালক (ডিজি) ড. বেনজীর আহমেদ, পুলিশের অতিরিক্ত আইজি (প্রশাসন ও অপারেশন্স) ড. মো. মইনুর রহমান চৌধুরী, অতিরিক্ত আইজি (রেলওয়ে পুলিশ) মো. মহসিন হোসেন, অতিরিক্ত আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ডিআইজি (ফাইন্যান্স) আবু হাসান মুহাম্মদ তারিক, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মসিউর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।