করোনা আতঙ্কের মধ্যেই ইরান থেকে ৫৮ তীর্থযাত্রীকে ফিরিয়ে এনেছে ভারত। মঙ্গলবার সকালে বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে তাদের ফিরিয়ে আনা হয়।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, বিশ্বব্যাপী করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার সময়টিতে ইরানে আটকা পড়েছিলে ৫৮ ভারতীয় তীর্থযাত্রী। পররাষ্ট্রমন্ত্রণালয়ের উদ্যোগে মঙ্গলবার সকালে তাদের নিয়ে গাজিয়াবাদের ঘাঁটিতে নামে বিমানবাহিনীর সি-১৭ গ্লোবমাস্টার বিমান।
খবরে বলা হয়, দেশে ফিরে এলেও এখনই নিজ নিজ বাড়িতে ফিরতে পারবেন না ওই তীর্থযাত্রীরা। আগামী কয়েক দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে তাদের।
এর আগে গত ২৭ ফেব্রুয়ারি চীনের উহান থেকে ৭৬ ভারতীয়কে ফিরিয়ে এনেছিল ভারতীয় প্রশাসন। সেবার ৩৬ বিদেশি নাগরিককেও উদ্ধার করা হয়।
নাগরিকদের সফলভাবে ফিরিয়ে আনতে সক্ষম হওয়ায় ইরানে ভারতীয় দূতাবাস এবং সেখানে কর্মরত ভারতীয় মেডিক্যাল টিমকে ধন্যবাদ জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
করোনাভাইরাসের প্রকোপে গত দু’মাসেরও বেশি সময় ধরে বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভারতেও এর প্রভাব পড়েছে। ভারতে এখনও পর্যন্ত ৪৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার সকালেও দু’জনের শরীরে নতুন করে সংক্রমণ ধরা পড়েছে।