Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

বাগমারায় ঝিকরা ইউনিয়ন আ.লীগের সম্মেলনে নতুন চমক সাধারণ সম্পাদক প্রাথী জেসমিন আরা

রেজাউল করিম বাগমারা প্রতিনিধিঃ দুর্নীতিমুক্ত দল গঠন, এলাকার উন্নয়ন এ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়াই নিজেকে গর্বিত অংশীদার করতে ও বাগমারার উন্নয়নের রুপকার শিক্ষানুরাগী তিন বারের নির্বাচিত মাননীয়  সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক এমপি মহোদয়ের হাতকে শক্তিশালী করতে  রাজশাহীর বাগমারা উপজেলায় বেজে উঠেছে ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের ঢোল। ইউনিয়ন আওয়ামীলীগের -সভাপতি ও সাধারণ সম্পাদক প্রাথী হিসেবে এরই মধ্যেই নিজের পক্ষে প্রচারনা করেছে অনেকেই। এবারে ত্রি-বার্ষিক সম্মেলনে    নতুন এবং তরুনরা প্রাধান্য পেতে পারে। বিভিন্ন ইউনিয়নে -সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আনতে পারে পরিবর্তনের ছোঁয়া। সে কারনে উপজেলার বিভিন্ন ইউনিয়নে -সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রাথী। প্রতিটি ইউনিয়নে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্টিত হবে ইউনিয়ন পর্যায়ে আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। আগামী মাসে  বাগমারা উপজেলার ১২নং ঝিকরা ইউনিয়ন আ.লীগের সম্মেলনে আসতে পারে নতুন চমক।  এই প্রথম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে মহিলা প্রাথী হওয়ার সম্ভাবনা শোনা যাচ্ছে। বীর মুক্তিযোদ্ধার কন্যা ও আওয়ামী মুক্তিযোদ্ধা পরিবারের পুত্র বধু বিশিষ্ট ব্যবয়ায়ী রিড এগ্রো এর ব্যবস্থাপনা পরিচালক মোছাঃ জেসমিন আরা বিবি। তিনি বাগমারা ডিপ্লোমা ইউনিয়ন এসোসিয়েশনের -সভাপতি ও বি এম ডিত্র  এর প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম (উজ্জল) এর স্রী। তিনি রাজনীতিতে নতুন মুখ হলেও তার স্বামীর ক্লিন ইমেজ কাজে লাগিয়ে দির্ধা বিভক্ত ইউনিয়ন আওয়ামীলীগকে সু-সংগঠিত করতে নতুন চমক দেখাতে পারে বলে জানা গেছে।  ইউনিয়ন আ.লীগের সম্মেলন অনুষ্টিত হবে। সেই সম্মেলনে    -সভাপতি ও সাধারণ সম্পাদক পদে থাকতে পারে একাধিক প্রাথী। তরুণ প্রজন্মের উদীয়মান নেতা সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করবেন ঝিকরা ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের তেগাছিসেনপাড়া গ্রামের   বীর মুক্তিযোদ্ধার  সুযোগ্য পুত্র বধু জেসমিন আরা । দীর্ঘ দিন থেকেই ঝিকরা ইউনিয়ন আওয়ামীলীগ পরিবার হিসাবে
> কাজ করে চলেছেন সাধারণ মানুষের কল্যানে। জেসমিন আরা এর বাড়ি ঝিকরা ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের তেগাছি-সেনপাড়া গ্রামে ঝিকরা ইউনিয়ন মহিলা আওয়ামীলীগ নেতা রয়েছেন তিনি।   মানুষের ভালবাসা আর দলের স্বার্থে কাজ করতে সাধারণ সম্পাদক পদে প্রাথী হচ্ছেন তিনি। এ ব্যাপারে  সাধারণ সম্পাদক পদ প্রাথী জেসমিন আরা   বলেন. মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ব শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে আমি কাজ করে যেতে চাই। তারই অংশ হিসাবে আগামী মাসে ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনে প্রাথী হওয়া। তিনি আরো বলেন.আমি দীর্ঘদিন যাবৎ আওয়ামীলীগ পরিবারের সাথে জড়িত ও দলীয় কার্যক্রম চালিয়েছি। আপনারা জানবেন আমি সব সময় দলকে সহযোগীতা করে আসছি। তিনি সকল আওয়ামীলীগের  নেতা কাউন্সিলর ও সাধারণ কর্মীদের কাছে দোয়া প্রত্যাশী।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top