Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

ডেমোক্রেটরা ৫০ লাখ ভোট বেশি পাবেন, কিন্তু প্রেসিডেন্ট হবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের বিগত প্রেসিডেন্ট নির্বাচনে কে বিজয়ী হবেন সে বিষয়ে পূর্বাভাস দিয়েছিলেন চলচ্চিত্র নির্মাতা মাইকেল মুর। এবারও তিনি পূর্বাভাষ করেছেন। বলেছেন, ২০২০ সালের নির্বাচনেও বিজয়ী হবেন ট্রাম্প। তবে তিনি ৫০ লাখ কম পপুলার ভোট পেতে পারেন। ইলেক্টরাল কলেজ সিস্টেমে তিনি এত ভোটের ব্যবধানে পিছিয়ে থাকলেও প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন। এর কারণ, বিজয় নির্ধারণকারী মূল রাজ্যগুলোতে তিনি বিজয়ী হবেন আরামে আয়েশে। বৃটেনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট এ খবর দিয়েছে। তাতে বলা হয়েছে মাইকেল মুর ডেমোক্রেসি নাউ-এর সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন, আমি মনে করি ডেমোক্রেট দল থেকে যিনিই প্রেসিডেন্ট নির্বাচনে আগামী বছরের জন্য মনোনয়ন পান না কেন, তিনিই ৪০ লাখ থেকে ৫০ লাখ বেশি পপুলার ভোটে বিজয়ী হবেন। কিন্তু সেই বিজয় চূড়ান্ত নয়। ইলেক্টরাল কলেজ সিস্টেমে তিনি প্রেসিডেন্ট হবেন না। তার ভাষায়, সমস্যাটা হলো, যদি আজই ভোট হতো, আমি বিশ্বাস করি, প্রেসিডেন্ট ট্রাম্প ইলেক্টরাল রাজ্যগুলোতে বিজয়ী হতেন। এ রাজ্যগুলো তার জন্য খুব প্রয়োজনীয়। আমি আপনাকে বলবো, তার সমর্থনের মাত্রা এক ইঞ্চিও কমে নি। অনেকেই ভীত এ জন্য যে, তিনি পরাজিত হবেন। এর কারণ তার আচরণ।

অন্যদিকে ডেমোক্রেটদের সতর্ক করেছেন মাইকেল মুর। ডেমোক্রেটরা তথাকথিত উদার প্রার্থী বাছাই এবং আরেকজন ‘হিলারি ক্লিনটন’ ভোটারদের সামনে দাঁড় করানোর বিরুদ্ধে তার এই সতর্কতা। তিনি বলেছেন, ২০২০ সালে বিজয়ী হতে হলে ডেমোক্রেটদের এর ভিতর থেকে বেরিয়ে আসতে হবে। উল্লেখ্য, বর্তমানে ডেমোক্রেট দল থেকে প্রেসিডেন্ট পদে প্রার্থিতার দৌড়ে এগিয়ে আছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। তার পরে রয়েছেন গত নির্বাচনে হিলারি ক্লিনটনের কাছে হেরে প্রাইমারি নির্বাচনে আউট হয়ে যাওয়া সিনেটর বার্নি স্যান্ডারস এবং সিনেটর এলিজাবেথ ওয়ারেন।

সাম্প্রতিক জরিপে দেখা গেছে, এই তিনজন প্রার্থীর যেকেউ পপুলার ভোটে পরাজিত করতে পারবেন ট্রাম্পকে। কিন্তু ইলেক্টরাল কলেজ সিস্টেমে তারা কতটা ভাল করবেন সে বিষয়টি স্পষ্ট নয়। এক্ষেত্রে ডেমোক্রেট দল থেকে মনোনয়নে বার্নি স্যান্ডার্সকে সমর্থন করেন মাইকেল মুর। তবে এলিজাবেথ ওয়ারেনকে যদি প্রার্থী করা হয় তাহলে তিনি অসন্তুষ্ট হবেন না।

ওদিকে মাইকেল মুর এই পূর্বাভাষ করার পর তার মন্তব্যকে অনুমোদন দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, মুর ২০১৬ সালে একই পূর্বাভাষ করেছিলেন। কেউ কিন্তু বলেন নি যে, মাইকেল মুর একজন স্টুপিড ছিলেন। উল্লেখ্য, ২০১৬ সালে ট্রাম্পের বিজয় নিয়ে যারা মন্তব্য করেছিলেন, সেই প্রথম দিককার মূল ধারার ভাষ্যকারদের অন্যতম মাইকেল মুর। তিনি এর আগে পূর্বাভাষ করেছিলেন যে, ২০০৮ সালে বিজয়ী হবেন ডেমোক্রেট প্রার্থী। তবে ২০১২ সালে রিপাবলিকান প্রার্থী বিজয়ী হওয়ার তার দেয়া পূর্বাভাস ঠিক হয় নি।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top