Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

বর্ণবাদ ইস্যুতে আর্চারের কাছে ক্ষমা চাইলেন উইলিয়ামসনও

মাউন্ট মঙ্গানুইয়ের ‘বে ওভালে’ নিউজিল্যান্ড-ইংল্যান্ডের প্রথম টেস্টের শেষদিন। ম্যাচ বাঁচাতে ব্যাটিং করছে ইংল্যান্ডের জফরা আর্চার। তবে দর্শকদের কেউ একজন তাকে অপমান করে বর্ণবাদমূলক উক্তি করে। এই নিয়ে ম্যাচশেষে আর্চার অভিযোগ জানান। নিউজিল্যান্ড ক্রিকেট ক্ষমা চেয়ে যথার্থ ব্যবস্তা গ্রহণের আশ্বাস দেন। এবার বিষয়টি নিয়ে কথা বলেন কিউই অধিনায়ক কেন উইলিয়মসন। তিনি আর্চারের কাছে পুরো নিউজিল্যান্ডবাসীর হয়ে ক্ষমা চান।
নিউজিল্যান্ড-ইংল্যান্ড প্রথম টেস্ট শেষে আর্চার ঐ ব্যাক্তিকে নিয়ে একটি টুইট করেন। যেখানে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, ব্যক্তিটি স্কোরবোর্ডের পাশে ছিল।’ পরবর্তীতে তিনি টুইটটি মুছেও দেন। তবে এই বিষয় নিয়ে বিবৃতি দেন কেন উইলিয়ামসন। তিনি বলেন, ‘এটা এমন এক ঘটনা, যেটা সাধারণত কিউইরা করে না। তবে আমি আশা করছি এটাই শেষবার। ভবিষ্যতে আর এমন ঘটবে না। আমি এই মুহূর্তে জফরা আর্চারের কাছে শুধুমাত্র নিউজিল্যান্ড দল নয় বরং পুরো কিউইদের পক্ষ হতে ক্ষমা চাইছি। এই ঘটনায় আমি রিতীমতো হতবাক হয়ে গিয়েছি। আমরা সেখানে ছিলাম, তবে আমাদের কানে বিষয়টি ধরা পড়েনি। আসলে আমরা ম্যাচের দিকে বেশি ডুবে ছিলাম। তবে এটা বাজে ব্যাপার ছিল। বহুজাতিক দেশ নিউজিল্যান্ডে আমরা তাড়াতাড়ি এসব নিয়ে কাজ করা উচিত। যাতে পরবর্তীতে এমন অপ্রীতিকর অবস্থার সৃষ্টি না হয়।’

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top