বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসন্ন আসরের নিলাম চলছে। প্লেয়ার বিকিকিনি অনুষ্ঠানে দেশ সেরা ওপেনার তামিম ইকবালকে দলে নিয়েছে ঢাকা প্লাটুন। আর দেশের অন্যতম সেরা পারফর্মার মুশফিকুর রহিমকে দলে নিয়েছে খুলনা টাইগার্স।
নিলামে সাতটি দল প্রথম দু’বার যাদের দলভুক্ত করে নিল, নিচে তাদের তালিকা তুলে ধরা হল।
খুলনা টাইগার্স : মুশফিকুর রহিম (এ +), শফিউল ইসলাম (বি)।
ঢাকা প্লাটুন : তামিম ইকবাল (এ +), এনামুল হক বিজয় (বি)।
রাজশাহী রয়েলস : লিটন দাস (এ), আফিফ হোসেন ধ্রুব (বি)।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : মাহমুদউল্লাহ রিয়াদ (এ +), ইমরুল কায়েস (এ)।
রংপুর রেঞ্জার্স : মোস্তাফিজুর রহমান (এ), নাইম শেখ (সি)।
কুমিল্লা ওয়ারিয়র্স : সৌম্য সরকার (এ), আল-আমিন হোসেন (সি)।
সিলেট থান্ডার্স : মোসাদ্দেক হোসেন সৈকত (এ), মোহাম্মদ মিঠুন (এ)।