Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

বিধ্বংসী রূপ নিয়ে ধেয়ে আসছে ‘বুলবুল’

ঘণ্টায় দেড়শত কিলোমিটারের বেশি গতিতে বিধ্বংসী রূপ নিয়ে বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে অতিপ্রবল ঘূর্ণিঝড় বুলবুল।

এটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে শনিবার সন্ধ্যা নাগাদ পশ্চিমবঙ্গ-খুলনা উপকূল অতিক্রম করতে পারে।

বিষয়টি নিশ্চিত করে আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, ঘূর্ণিঝড়টি যখন উপকূল অতিক্রম করবে তখন সাগরে জোয়ার থাকবে। ফলে স্বাভাবিকের চেয়ে ৫-৭ ফুট বেশি উচ্চতার ঢেউ থাকবে। জোয়ার শুরু হবে বিকেল ৫টা থেকে, পিক টাইম হবে রাত ৯টা। তবে ঘূর্ণিঝড়টি সুন্দরবনে এসে ধাক্কা খাবে। তবে বাতাসের গতিবেগ থাকবে অনেক।

আবহাওয়া অধিদপ্তর জানায়, দুপুর ১২টায় বুলবুল মোংলা সমুদ্রবন্দর থেকে ৩১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, পায়রা সমুদ্রবন্দর থেকে ৩৩৫ কিমোমিটার দক্ষিণ-পশ্চিমে, চট্টগ্রাম থেকে ৪৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসহ ৯ উপকূলীয় জেলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখানো হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সতর্কতা জারি থাকবে।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top