রাজধানীর ধানমন্ডিতে দুই নারী খুনের ঘটনায় আটক পাঁচজনকে রিমান্ডে দিয়েছেন আদালত। মঙ্গলবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভুঁইয়া তাদের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
আসামিরা হলেন— মো. নুরুজ্জামান (দারোয়ান), গাওসুল আজম প্রিন্স (ক্লিনার), আতিকুল হক বাচ্চু, বেলায়েত হোসেন ও সুরভী আক্তার নাহিদা।
এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক রবিউল আলম আসামিদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে তাদের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আশরাফ আলী বিষয়টি নিশ্চত করেছেন।
সোমবার ধানমন্ডি থানা থেকে এ মামলার তদন্তভার ডিএমপি’র গোয়েন্দা বিভাগে হস্তান্তর করা হয়। পরে গোয়েন্দা দক্ষিণ বিভাগের একটি টিম এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর আগারগাঁয়ের বিএনপি বস্তি এলাকায় অভিযান চালিয়ে সুরভীকে গ্রেফতার করে। অন্য আসামিদের রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, ১ নভেম্বর রাজধানীর ধানমন্ডির ২৮নম্বর রোডে ২১নম্বর বাসার ই-৫ ফ্ল্যাটে গৃহকত্রী আফরোজা বেগম ও গৃহপরিচারিকা দিতি খুন হয়।
খুনের ঘটনায় ৩ নভেম্বর মৃত আফরোজা বেগমের মেয়ে অ্যাডভোকেট দিলরুবা সুলতানা রুবা (৪২) ধানমন্ডি থানায় একটি মামলা করেন।