Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

সাকিব আবার বীরবেশে ফিরবেন: ১৪ দলের বিবৃতি

জুয়াড়ির প্রস্তাব ফিরিয়ে দেয়ার পরও দুই বছর নিষিদ্ধ হওয়া ক্রিকেটার সাকিব আল হাসানের পাশে রয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল।

বুধবার ১৪ দলের শীর্ষ নেতারা যৌথ বিবৃতিতে বলেন, বিশ্বসেরা, দেশের গৌরব সাকিব আল হাসান দুই বছর নিষিদ্ধ হওয়ায় ১৪ দল দুঃখ পেয়েছে। তার পাশে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ১৪ দলের নেতারাসহ দেশবাসী।

সাকিবের উদ্দেশে ১৪ দলের নেতারা আরও বলেন, তুমি সাহস করে এগিয়ে যাও। দেশবাসী তোমার সঙ্গে আছে। সাকিব আবার বীরবেশে ফিরে আসবে বলে ১৪ দলের নেতারা আশাবাদ ব্যক্ত করেন।

বিবৃতিতে স্বাক্ষরকারী হলেন- আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ূয়া, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারী, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, গণআজাদী লীগের সভাপতি এসকে শিকদার প্রমুখ।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top