ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও ক্ষমতাসীন বিজেপির সভাপতি অমিত শাহকে বহনকারী একটি হেলিকপ্টার জরুরি অবতরণে বাধ্য হয়েছে।
শনিবার মুম্বাই থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে নাশিকের ওজার বিমানবন্দরে হেলিকপ্টারটি জরুরি অবতরণ করে বলে এনডিটিভি জানিয়েছে।
প্রবল বৃষ্টির কারণে হেলিকপ্টারটি জরুরি অবতরণে বাধ্য হয়েছে বলে খবরে বলা হয়।
রাজ্যের বিধানসভার নির্বাচনে শনিবারই ছিল শেষ প্রচারণার দিন। শেষ দিনের প্রচারণায় অংশ নিতে আহমেদনগরের আকোলেতে যাচ্ছিলেন অমিত শাহ।
এক কর্মকর্তা জানান, সেখানে একটি নির্বাচনী জনসভায় তার ভাষণ দেয়ার কথা, কিন্তু ভারী বৃষ্টির কারণে সেখান থেকে ৭০ কিলোমিটার দূরে নাশিকে জরুরি অবতরণ করতে হয় অমিতকে।ঝড়ো আবহাওয়ার কারণে পাইলট স্থানীয় সময় ২টা ২৫ মিনিটে হেলিকপ্টারটিকে ওজার বিমানবন্দরে নামানোর সিদ্ধান্ত নেন বলে ওই কর্মকর্তা জানান।