Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

ভালো ছবির প্রচারণা একটি শ্রেণি বন্ধ করতে চায়

অনেকদিন ধরেই পর্দায় এক সময়ের জনপ্রিয় নায়ক আমিন খানের কোনো ছবি ছিল না। এমনকি হাতেও ছবির সংখ্যা তেমন ছিল না। তবে এই সময়টায় বসে থাকেননি। চাকরি নিয়ে ভালোই ব্যস্ত সময় কাটিয়েছেন। এর মাঝেই গত সপ্তাহে তার অভিনীত ‘অবতার’ নামে একটি ছবি মুক্তি পায়।

এ ছবিতে দর্শক আগ্রহ বেশ লক্ষ করা গেছে। অনেকটা সময় বিরতির পর পর্দায় আসতে পেরে অনুভূতি প্রকাশ করলেন এভাবে- দীর্ঘসময় পর ছবি মুক্তি পাওয়ায় খুব ভালো লাগছে। অনেকদিন ধরে শুনে আসছি সিনেমা হলে দর্শক আসছে না। সেজন্য কিছুটা শঙ্কিত ছিলাম।

আমার অভিনীত ‘অবতার’ ছবিটি মুক্তির পর বেশ আয়েশে আছি। দর্শকদের ভালোবাসায় আমি আনন্দিত। ছবিটি দেখে সবাই উচ্ছসিত। দর্শক ছবিটি দেখার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের আগ্রহের কথা প্রকাশ করেছেন- সেটিই তো অনেক বড় বিষয়।

আমিন খান জানালেন, ছবিটা অনেক আগে করলেও মুক্তিতে অনেকটা সময় পার হয়েছে। আশা ছিল এই ভেবে ‘আমার কাজ ছবিতে অভিনয় করা; কিন্তু ছবি মুক্তির বিষয়টি বরাবরই পরিচালক-প্রযোজকের বিষয়। এ বিষয়ে অন্য আর কিছু জানি না।’

নিশ্চয়ই সময়মতো প্রযোজক-পরিচালক ছবিটি মুক্তি দিবেন। অবশেষে ছবিটি মুক্তি পেয়েছে এবং দর্শক সমাদৃত হয়েছে এটাই বড় কথা। তবে খারাপ লেগেছে এই ভেবে অনেকে ছবিটির গতিপথ রুদ্ধ করতে চেয়েছিল। কিন্তু ছবিটি মুক্তির দিন থেকেই দর্শক আগ্রহ দেখেছেন নিশ্চয়ই। আমার ধারণা ভালো ছবি দর্শক দেখবেই। কেউ তা বন্ধ করতে পারবে না।

অভিনয় নিয়ে ব্যস্ততা কমে যাওয়ায় চাকরিতে বেশ ব্যস্ত হয়ে পড়েছেন। তাহলে আবার অভিনয়ে নিয়মিত হতে কতটা দেখা যাবে এই অভিনেতাকে- এমন প্রশ্নের জবাবে বললেন, চাকরির পাশাপাশি যেটুকু সময় পাই অভিনয়েই ব্যয় করি।

হাতে যে ছবি আছে সেগুলোর কিছু অংশ বাকি আছে শুটিংয়ের। একটি ছবি মুক্তির অপেক্ষায় আছে। তবে বরাবরই আমি ছবিতে অভিনয়ের ব্যাপারে ভেবেচিন্তে কাজ করি। কোয়ালিটির বেলায় কখনো আপস করিনি।

এখনো করব না। ভালো গল্পের ছবি পেলে অভিনয় করব। আর যে চাকরি করছি সেটি নিয়েই থাকব। সামনে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এ নির্বাচন নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা জানালেন সেকথা।

বললেন, আমি এসব বিষয়ে বরাবরই সচেতন। নির্বাচনে প্রার্থিতার কথা কখনেঅ ভাবিনি, আগামীতেও ভাবব না। তবে ভালো যারা তাদের প্রতি সমর্থন থাকবে।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top