মৌসুমের প্রথম এল ক্লাসিকোর দিনক্ষণ জানালো স্প্যানিশ লা লিগা কর্তৃপক্ষ। আগামী ২৬শে অক্টোবর ফুটবলের মহারণে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার ন্যু ক্যাম্প মাঠে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫টায়।
স্প্যানিশ ফুটবল দর্শকের বড় একটি অংশ এশিয়া অঞ্চলে। এই এলাকার দর্শকদের সুবিধা চিন্তা করে গত কয়েক মৌসুম ধরে এল ক্লাসিকোর সময় এগিয়ে এনেছে লা লিগা কর্তৃপক্ষ। তারই ধারাবাহিকতায় সেন্ট্রাল ইউরোপিয়ান টাইমে দুপুর ১টায় মাঠে নামবে বার্সেলোনা-রিয়াল।
লা লিগার এবারের মৌসুমের শুরুটা বার্সেলোনা কিংবা রিয়াল কারও জন্যই সুখের হয়নি। তবে বুধবার ওসাসুনাকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে রিযাল। মঙ্গলবার রাতে ঘরের মাঠে ভিয়ারিয়ালের বিপক্ষে জয়ে ফিরেছে আগের ম্যাচে গ্রানাদার কাছে হারা বার্সেলোনা। ৬ ম্যাচ শেষে ৩ জয়ে ১০ পয়েন্ট নিয়ে তারা চতুর্থ স্থানে।
গত বছরের ন্যু ক্যাম্প সফর ছিল রিয়ালের জন্য চরম ধাক্কার। স্প্যানিয়ার্ড কোচ হুলেন লোপেতেগির অধীনে বার্সেলোনার কাছে ৫-১ গোলে হার দেখেছিল রিয়াল। লা লিগার দ্বিতীয় এল ক্লাসিকোর সূচি এখনও চূড়ান্ত হয়নি। আগামী বছরের ফেব্রুয়ারির শেষে কিংবা মার্চের শুরুতে সান্তিয়াগো বার্নাব্যুতে হবে আরেকটি মহারণ।
মৌসুমের প্রথম ‘এল ক্লাসিকো’ ২৬শে অক্টোবর
Share!