Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

সানি লিওন এবার কামসূত্রে

সানি লিওনকে নিয়ে নতুন খবর শোনা যাচ্ছে। এবার স্বমহিমায় আসছেন তিনি। সম্প্রতি ভারতীয় এক ট্যাবলয়েডে খবর বেরিয়েছে, একতা কাপুরের ওয়েব সিরিজ ‘কামসূত্র’-তে সানি লিওন অভিনয় করবেন। বাৎস্যায়নের ‘কামসূত্র’-র জন্য বেশ কয়েকবার সানি আর একতার আলোচনা হয়েছে। একতা তার বন্ধুমহলে জানিয়েছেন, ‘কামসূত্র’ নিয়ে ওয়েব সিরিজ করলে তিনি সানিকে নিয়েই করবেন।

একতা আর সানির ‘রাগিণী এমএমএস’ একসময় খুব জনপ্রিয় ছিল। একতা সেই জনপ্রিয়তাকে ‘কামসূত্র’-র মাধ্যমে আবার ফিরিয়ে আনতে চান। কামসূত্র বা কামসূত্রম প্রাচীন ভারতীয় পন্ডিত মল্লনাগ বাৎস্যায়ন রচিত সংস্কৃত সাহিত্যের একটি প্রামাণ্য মানব যৌনাচার সংক্রান্ত গ্রন্থ। এই গ্রন্থের একটি অংশের উপজীব্য বিষয় হলো যৌনতা সংক্রান্ত ব্যবহারিক উপদেশ। এই ক্ষেত্রকেই একতা ওয়েব সিরিজে তুলে ধরতে চান।

১৯৯৬ সালে মুক্তি পেয়েছিল পরিচালক মীরা নায়ারের ছবি ‘কামসূত্র: আ টেল অব লাভ’। ছবিটি মুক্তি পেতেই গোটা বিশ্বে হইচই পড়ে গিয়েছিল। আশা করা যায় সানির লাস্য আর সম্মোহন একতা কাপুরের ওয়েব সিরিজ ‘কামসূত্র’-কে গোটা বিশ্বে ছড়িয়ে দেবে। প্রসঙ্গত, টানা বেশ ককেক বছর ধরে ভারতে সানি লিওনের নামই সবচেয়ে বেশি গুগল সার্চ করা হচ্ছে। বাংলাদেশেও তাই। তার বিভিন্ন ভিডিও ক্লিপিংস, সাক্ষাৎকার স্মার্টফোন মারফৎ হাতে হাতে ঘোরে।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top