চলতি মৌসুমে প্রথমবারের মতো বার্সেলোনার শুরুর একাদশে খেলতে নামলেন লিওনেল মেসি। খেলা শুরুর ১৫ মিনিটের মধ্যেই পরিষ্কার ২-০ গোলে এগিয়ে গেলো মেসির দল। শেষ পর্যন্ত ম্যাচে ২-১ গোলে জয় পেল বার্সেলোনাই। কিন্তু ইনজুরি ফেরত মেসি আবার চোটে পড়লে ম্লান হয় বার্সার জয়ের আনন্দ। বুধবার স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে নিজেদের ন্যু ক্যাম্প মাঠে ম্যাচের মাত্র ৬ষ্ঠ মিনিটে মেসির কর্নার থেকে গোল আদায় করে বার্সেলোনার ফরাসি ফরোয়ার্ড আঁতোয়ান গ্রিজম্যান। ১৫তম মিনিটে দূরপাল্লার শটে বার্সার লিড দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর্তর মেলো। প্রথমার্ধের শেষ মিনিটে এক গোল শোধ দেন সফরকারী ভিয়ারিয়ালের স্প্যানিয়ার্ড মিডফিল্ডার সান্তি কাজোরলা। শেষ পর্যন্ত ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে কাতালানরা। কিন্তু প্রথমার্ধের খেলায় চোট নিয়ে মাঠে চিকিৎসা নিতে হয় লিওনেল মেসিকে। ইনজুরির কারণে দ্বিতীয়ার্ধে আর মাঠেই নামেননি বার্সা অধিনায়ক। ম্যাচের ২৮ মিনিটে নীরবতা নেমে আসে ন্যু ক্যাম্পে। তাদের প্রিয় তারকা, মেসি চোট পেয়ে মাঠ ছাড়েন। মিনিট চারেক পর তিনি মাঠে ফিরে আসলে উল্লাসে ফেটে পড়ে বার্সা-সমর্থকেরা। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই মেসির বদলি হিসেবে মাঠে নামেন বার্সেলোনার ফরাসি উইঙ্গার উসমান দেম্বেলে। চলতি লা লিগায় ৬ ম্যাচে বার্সার এটি মাত্র তৃতীয় জয়। এক হার ও দুই ড্রতে ১০ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে উঠে এলো বার্সেলোনা। আসরে ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে গ্রানাদা। পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট সংগ্রহ অ্যাথলেটিক বিলবাও ও রিয়াল মাদ্রিদের।
মেসির চোটে ম্লান বার্সার জয়ের আনন্দ
Share!