একটি ছবির রিহার্সেলে শিল্পীদের জুতা ছুড়ে মারলেন সানি লিওন। সম্প্রতি একটি ছবির স্ক্রিপ্ট পড়া ও ওয়ার্কশপ চলছিল। সেখানে সানিও ছিলেন। নতুন আরও এক অভিনেত্রীকে স্ক্রিপ্ট বোঝাচ্ছিলেন অন্য এক অভিনেতা। তারা দুজনেই দাঁড়িয়ে প্রাথমিক পর্যায়ের অভিনয়টাও করে দেখছিলেন। সবই ঠিক ছিল। কিন্তু সানি হঠাৎ করেই নিজের ব্যাগ থেকে একটা লাল জুতা বের করে ছুঁড়ে মারলেন অভিনেত্রী ও ওই অভিনেতার দিকে। এক মুহূর্তের জন্য সকলে চমকে ওঠেন। তারপর সকলে হেসে ফেলেন। সানি এমন সব অদ্ভুত মজা করেন যা সকলকে মাঝে মাঝেই চমকে দেয়। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সানি। লিখেছেন, মজাটা ঠিক জমলো না। বলিউডে পা রাখার পর অনেক কথা শুনতে হয়েছিল সানিকে। পর্নগ্রাফি ছবিতে অভিনয় করতেন বলে অনেকেই ভাল চোখে দেখেননি সানির বলিউড ছবিতে অভিনয়কে। কিন্তু নিন্দুকের কথাতে কান না দিয়ে নিজের কাজটা মন দিয়ে করে গিয়েছেন সানি। আর সেই জন্যই আজ বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন তিনি। এমনকি বলিউডের সফল অভিনেত্রীদের মধ্যে তিনিও একজন।
শিল্পীদের জুতা ছুড়ে মারলেন সানি লিওন
Share!