প্রথম সেশেনে ৭৭ রানে আফগানদের ৩ উইকেট তুলে নেয় বাংলাদেশি বোলাররা। দ্বিতীয় সেশনে রহমত শাহ-আসগর আফগানের ১১৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে হতাশায় ডুবান স্বাগতিক বোলারদের। তবে অফস্পিনার নাঈম হাসানের জোড়া আঘাতে তৃতীয় সেশনের শুরুতে ম্যাচে ফিরেছে বাংলাদেশ। ৭০তম ওভারে নাঈম তুলে নেন সেঞ্চুরিয়ান রহমত শাহ (১০২) ও মোহাম্মদ নবীকে (০)। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিজেদের প্রথম ইনিংসে ৭৭ ওভারে আফগানদের সংগ্রহ ২০৯/৫। আসগর আফগান ৫৪ ও আশরাফ জাজাই ৮ রানে ক্রিজে আছেন।আজ (বৃহস্পতিবার) চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। দলীয় ১৯ রানে প্রথম উইকেট হারায় আফগানরা। তাইজুল ইসলামের বলে সরাসরি বোল্ড হয়ে ফেরেন ইহসানুল্লাহ জানাত।৩৬ বলে ৯ রান করেন তিনি। দলীয় ৪৮ রানে আরে ওপেনার ইব্রাহিম জাদরানকেও তুলে নেন তাইজুল। ৬৯ বলে ২১ রান করেন ইব্রাহিম। এরপর দলীয় ৭৭ রানে হাশমতুল্লাহ শাহিদিকে সৌম্য সরকারের ক্যাচ বানিয়ে ফেরান মাহমুদুল্লাহ রিয়াদ।চতুর্থ উইকেটে আসগর আফগানের সঙ্গে ১২০ রানের জুটি গড়েন রহমত শাহ। টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির স্বাদ নিলেন এই আফগান ব্যাটসম্যান। প্রথম আফগান ক্রিকেটার হিসেবে টেস্ট সেঞ্চুরির কৃতিত্ব দেখালেন রহমত শাহ। তবে শতক পূর্ণ করে পরের বলেই আউট হন তিনি। ১৮৭ বলে ১০ চার ও ২ ছক্কায় ১০২ রান করেন রহমত শাহ।
নাঈমের জোড়া আঘাতে ম্যাচে ফিরলো বাংলাদেশ
Share!