Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

১২ প্রকল্পের ৫টির ব্যয় ও সময় বাড়লো

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)  রাজধানীর উত্তরা এলাকায় পয়ঃশোধনাগার নির্মাণের জন্য ১,৩৯৮ কোটি টাকার ভূমি অধিগ্রহণ প্রকল্পসহ মোট ৫,৪৯৪.০৪ কোটি টাকার ১২টি প্রকল্প অনুমোদন দিয়েছে। একনেক চেয়ারপার্সন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।অনুমোদিত ১২টি প্রকল্পের মধ্যে পাঁচটির ব্যয় ও বাস্তবায়নের সময় বাড়ানো হয়েছে। যে পাঁচ প্রকল্পের ব্যয় ও সময় বেড়েছে সেগুলো হলো আলীকদম-জালানিপাড়া-কুরুকপাতা-পোয়ামুহুরী সড়ক (১ম সংশোধিত)সংশোধিত অনুমোদনে প্রকল্পটির বাস্তবায়নকাল ধরা হয়েছে জানুয়ারি, ২০১৭ থেকে জুন, ২০২১ পর্যন্ত। সরকারি অর্থায়নে প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৫০৯.২৯ কোটি টাকা। প্রকল্পটি প্রথম অনুমোদনের সময় এর ব্যয় ধরা হয়েছিল ৩৭৪.০০৬৪ কোটি টাকা। তখন এটির বাস্তবায়নকাল ধরা হয়েছিল জানুয়ারি, ২০১৭ থেকে জুন, ২০১৯ পর্যন্ত।প্রকল্প সংশোধনের কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে। এগুলো হলো প্রকল্পটি দূরবর্তী এবং দুর্গম পাহাড়ি এলাকায় হওয়ায় প্রধান নির্মাণ সামগ্রী পাথর ও বালুর মূল্য সড়ক ও জনপথ অধিদপ্তরের সিডিউল অপেক্ষা বেশি বৃদ্ধি পেয়েছে; প্রকল্প এলাকায় ভূমির প্রকৃতি অন্যান্য পাহাড়ি এলাকা হতে পৃথক হওয়ায় কাজটি অত্যন্ত কষ্টসাধ্য ও ব্যয়বহুল। এছাড়াও প্রকল্প এলাকার খাড়া/ঢাল ব্যবস্থাপনার কারণে অতিরিক্ত মাটি প্রয়োজন। ফলে মাটির পরিমাণ ও ব্যয় বৃদ্ধি পেয়েছে; দূরবর্তী স্থান থেকে পানি পরিবহনের ফলে নির্মাণ ব্যয় বৃদ্ধি পেয়েছে; শীতকালে মাতামুহুরী নদীতে পানি থাকে না। ফলে সড়ক নির্মাণে প্রয়োজনীয় পানি সংগ্রহ অত্যন্ত দুঃসাধ্য ও সময় সাপেক্ষ ব্যাপার। এক্ষেত্রে কুরুকপাতা ঝিরি, ক্রিল্লাইপাড়া ঝিরি, বালি ঝিরি, বড় বেটি ঝিরি ও ছোট বেটি ঝিরিতে নতুনভাবে ৪টি Earthen Water Dam নির্মাণে ১৪.৫২৫০ কোটি টাকা ব্যয় প্রাক্কলনসহ অন্তর্ভুক্ত করা হয়েছে; এবং প্রকল্পটি দুর্গম পাহাড়ি এলাকায় হওয়ায় প্রকল্পের মেয়াদকাল আরো ১ বছর বৃদ্ধি করা প্রয়োজন।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top