Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

১২নংঝিকরা ইউনিয়ন বাসীকে ঈদ-উল আযহার শুভেচ্ছা জনিয়েছেন -চেয়ারম্যান মোঃ আব্দুল হামিদ ফৌজদার

রেজাউল করিম বাগমারা প্রতিনিধিঃ রাজশাহী জেলার বাগমারা উপজেলার ১২নংঝিকরা ইউনিয়ন বাসীকে ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ঝিকরা ইউনিয়ন পরিষদের -চেয়ারম্যান    মোঃ মোঃ আব্দুল হামিদ ফৌজদার । এক বার্তায় তিনি বলেন ত্যাগের মহিমায় মহিমাস্থিত হয়ে প্রতি বছর ঈদ-উল আযহা আমাদের মাঝে আসে। আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দ্যেশ্য আত্নোৎসর্গ করাই কোরবানীর প্রধান শিক্ষা। তিনি আরো বলেন, বর্তমান সরকার দেশের দারিদ্রতা বিমোচন অর্থনোতিক বৈষম্য দূর করে মানুষের আর্থ-সামাজিক অবস্থার ব্যাপক পরিবর্তন সাধন করতে সক্ষম হয়েছে।  ঈদ হলো খুশী আর আনন্দের উৎসব। শান্তি সম্প্রতির উৎসব । আগামী দিনেও  দেশের  এই শান্তি সম্প্রতি বজায় থাকুক এই কামনা রইল। তিনি সবার আনন্দ ও কল্যান কামনা করেন।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top