Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

প্রসেনজিতের বিপরীতে এবার জয়া আহসান

প্রথমবার এক ফ্রেমে কাজ করতে যাচ্ছেন ওপার বাংলার দর্শকপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্রোপাধ্যায় এবং দুই বাংলার জনপ্রিয় মুখ জয়া আহসান। নির্মাতা অতনু ঘোষ এই খবর জানিয়েছেন। তিনি জানান, ‘ময়ূরাক্ষী’ সিনেমার পর প্রসেনজিৎ এবং জয়া আহসানকে নিয়ে নতুন ছবির কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। তবে ছবির গল্প প্রসঙ্গে কিছুই জানাননি অভিনেতা প্রসেনজিৎ। তিনি শুধু অতনু ঘোষের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রসেনজিৎ বলেছেন, এটা সত্যি যে ‘ময়ূরাক্ষী’র পরে আমি আবার অতনু ঘোষের সঙ্গে কাজ করবো। আমাদের মাথায় কয়েকটি আইডিয়া থাকলেও এখনও স্ক্রিপ্ট চূড়ান্ত করা হয়নি। স্ক্রিপ্ট চূড়ান্ত করার আগে প্রোডাকশন লজিস্টিকস নিয়ে ভাবতে হবে।তার গল্পের সংবেদনশীলতা এবং সূক্ষ্মতা ভালোবাসি। মানুষের মনের জটিলতাগুলো তিনি যেভাবে ফুটিয়ে তুলেন তা প্রশংসা পাওয়ার যোগ্য। ‘ময়ূরাক্ষী’র পরে অতনু ঘোষ ‘বিনিসুতোয়’ ছবির কাজ শেষ করেছেন। ‘বিনিসুতোয়’ ছবিতেও আছেন জয়া আহসান। জয়ার বিপরীতে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে। তবে জয়া আহসান এ ছবিটি নিয়ে এখনো কিছু জানাননি। একটি সূত্রে জানা গেছে, ছবির গল্প তৈরি হবে রীতিবিরুদ্ধ একটি সম্পর্ক নিয়ে। গল্পে থ্রিলারও থাকবে। সব ঠিক থাকলে আসছে সেপ্টেম্বরে শুরু হবে নতুন এ ছবির শুটিং।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top