ডেঙ্গু আতঙ্কে দেশবাসী। আতঙ্ক ছড়িয়েছে শহর থেকে শহরে। নিস্তার পাচ্ছেন না গ্রামের মানুষও। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। ৫০টিরও অধিক জেলা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে বলে এ পর্যন্ত খবর মিলেছে। গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার- বুধবার) শুধু হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৪৭৭ অর্থাৎ প্রতি ঘণ্টায় ৬২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শুধুমাত্র রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২৬ জন। গতকাল মঙ্গলবার সর্বোচ্চ ১৩৩৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ২৪ ঘণ্টার মধ্যেই সে রেকর্ড ভেঙে তা হলো নতুন রেকর্ড ১ হাজার ৪৭৭ জন। এর মধ্যে শুধুমাত্র রাজধানীর বিভিন্ন হাসপাতালেই ভর্তি হন ৭৪৬ জন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থাপিত ডেঙ্গু-সংক্রান্ত তথ্য কেন্দ্রের প্রতিবেদনে বুধবার বিষয়টি জানানো হয়েছে।
Share!