‘আমাদের চলচ্চিত্রের সুদিন শুরু হয়ে গেছে। কারণ গত ঈদে আমার একটি সিনেমা এসেছিল নাম ‘পাসওয়ার্ড’। সিনেমাটি ভালো ব্যবসাসফল হয়েছে। তাই সবার মধ্য সিনেমা বানানোর আগ্রহ তৈরি হয়েছে। আমরা দেশে বসেই ইন্টারন্যাশনাল মানের সিনেমা নিয়মিত তৈরি করবো।’
সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘আগুন’ সিনেমার মহরতে এমনটাই বলেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।
তিনি আরো বলেন, দেশ বাংলা মাল্টিমিডিয়ার প্রযোজনায় ঈদে ‘মনের মত মানুষ পাইলাম না’ সিনেমা মুক্তি পাবে। আশা করছি সিনেমাটি সুপারহিট হবে।
এই ছবির মধ্যে দিয়ে চলচ্চিত্রে নবাগতা চিত্রনায়িকা জাহারা মিতু’র অভিষেক হতে যাচ্ছে। মহরত অনুষ্ঠানে জাহারা মিতু সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রথম সিনেমার জন্য সকলের কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন।
মহরত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, তথ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান, মুশফিকুর রহমান গুলজার, খোরশেদ আলম খসরুসহ সিনেমা সংশ্লিষ্টরা।
বদিউল আলম খোকন পরিচালিত সিনেমায় প্রথমবারের মত শাকিব খানের সঙ্গে জুটি বেধে সিনেমায় পা রাখছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’র প্রথম আসরের রানারআপ জাহারা মিতু। এছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করবেন মিশা সওদাগর, আলীরাজ, সুচরিতা, সাদেক বাচ্চু, রেবেকা, আফজাল শরীফ, সুব্রত প্রমুখ।
‘আগুন’ সিনেমার গল্প লিখছেন কমল সরকার। প্রযোজনা করছে দেশ মাল্টিমিডিয়া।
Share!