চিত্রনায়িকা পূজা চেরি বর্তমানে এম রহিম পরিচালিত ‘শান’ ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। এরইমধ্যে ছবিটির কাজ শেষ পর্যায়ে। এ ছবিতে তার বিপরীতে নায়ক সিয়ামকে দর্শকরা দেখতে পাবেন। ‘পোড়ামন টু’ ও ‘দহন’ এর পর ‘শান’ ছবিতে আবারো জুটি হয়ে আসছেন তারা। পূজা বলেন, ‘শান’ ছবির কিছু কাজ বাকি আছে। তবে বলা যায় বর্তমানে শেষ পর্যায়ের কাজ চলছে। এ ছবির পর জাজের প্রযোজনায় ‘জিন’ ছবির কাজ শুরু হবে। আসছে ঈদের পরই নতুন এ ছবির কাজ শুরু হবে। এ ছবিতে পূজার বিপরীতে রোশানকে দর্শকরা দেখতে পাবেন। জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লাহ খোকন বলেন, ‘জিন’ ছবিটি পরিচালনা করবেন নাদের চৌধুরী। এটাকে ভৌতিক সিনেমাও বলা যাবে। ছবিতে জিনকে কেন্দ্র করে ঘটতে থাকবে নানা ঘটনা। এ ছবিতে রোশান ও পূজার বাইরে আরো দুই জুটিকে দর্শকরা দেখতে পাবেন। আসছে ২০শে আগস্ট থেকে এ ছবির কাজ শুরু হবে বলে জানা যায়। এদিকে পূজা চেরি অভিনীত ‘শান’ ছবিটি দর্শকরা সামনে দেখতে পাবেন। এ ছবির গল্প লিখেছেন আজাদ খান। ছবিতে আরো তিনটি প্রধান চরিত্রে অভিনয় করছেন তাসকিন রহমান, অরুণা বিশ্বাস ও চম্পা।
শেষ করেই ‘জিন’ শুরু ‘শান’
Share!