Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

স্কয়ার হাসপাতালে

১৩-০৭-২০১৯ খ্রিঃ তারিখ শনিবার দিবাগত রাত ১২:৩০টায় ঢাকাস্থ স্কয়ার হাসপাতালে রোগীর স্বজন, পরিচয়ধারী কর্তৃক হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. নাসিম উদ্দিনকে শারিরীরিকভাবে লাঞ্চিত করায় বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে। জরুরী বিভাগে কর্তব্যরত একজন চিকিৎসক এর উপর এধরনের জঘন্য ও বর্বরোচিত হামলা অত্যন্ত দুঃখজনক। বিএমএ নেতৃবৃন্দ অনতিবিলম্বে দোষীদেরকে সনাক্ত করে আইনের আওতায় এনে দুস্কৃতকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদানের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের নিকট জোর দাবী জানাচ্ছে। ডা. নাসিম উদ্দিনকে লাঞ্চনাকারীদের আইনের আওতায় আনতে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য বিএমএ স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষের ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করে এবং একই সাথে  নাসিম উদ্দিন সহ স্কয়ার হাসপাতালে কর্মরত সকল চিকিৎসকের কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত করার উদাত্ত আহবান জানাচ্ছে। কোন হাসপাতাল কর্তৃপক্ষ তাদের প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে বা চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতে কোন প্রকারের উদাসীনতা বা শৈথিল্য প্রদর্শন করলে কোন চিকিৎসকই  ঐ কর্মস্থলে সেবা দিতে উৎসাহ বোধ করবে না।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top