Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

বাড়তি দামসহ নানা অভিযোগে রাজধানীতে ৬ বিক্রেতার জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বিশেষ অভিযানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গরুর মাংস বিক্রি ও মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অপরাধে রাজধানীতে ছয়টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে।

আজ শনিবার রাজধানীর মিরপুর-১ নম্বর গোলচত্বর এলাকায় রমজানের বিশেষ অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন অধিদফতরের ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল। সহযোগিতা করেন শাহ আলী থানা পুলিশের সদস্যরা।

জরিমানা করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে মূল্য তালিকা না থাকায় আনোয়ারের মাংসের দোকানকে ১০ হাজার টাকা, সিটি কর্পোরেশনের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গরুর মাংস বিক্রির অপরাধে খোকনের মাংসের দোকানকে ৫ হাজার টাকা, ভট্টর মাংসের দোকানকে ৫ হাজার টাকা, মায়ের দোয়া মাংসের দোকানকে ১০ হাজার টাকা এবং পেঁয়াজের দাম বেশি রাখায় জিমার্টকে ২০ হাজার ও প্রিন্স বাজারকে ২০ হাজার টাকাসহ ৬ প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল গণমাধ্যমকে বলেন, ‘সিটি কর্পোরেশন রমজান মাস উপলক্ষে গরুর মাংসের দাম ৫২৫ টাকা নির্ধারণ করে দিয়েছে। কিন্তু অনেক প্রতিষ্ঠান নির্ধারিত দামের চেয়ে ২৫ থেকে ৭৫ টাকা বেশি দামে মাংস বিক্রি করছে। অর্থাৎ ৫২৫ টাকার গরুর মাংস বিক্রি করছে ৫৫০ থেকে ৬০০ টাকায়। এ ছাড়া অনেকে আইন অনুযায়ী মূল্য তালিকা টাঙায়নি। এসব অভিযোগে ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।’

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top