Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

‘গোল্ডেন বুট কন্যা’র জন্য একখণ্ড দামি জমি শাহজাদপুরে

তৈরির জন্য জমি পাচ্ছেন সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ সংলগ্ন পৌরসভার মণিরামপুরে। গত শনিবার সন্ধ্যায় প্রায় কোটি টাকা মূল্যের ৫ শতাংশ জায়গার ওপর আঁখির নামে সাইনবোর্ড লাগিয়েছে শাহজাদপুর উপজেলা প্রশাসন। আঁখিকে শহরের বেশ দামি একখণ্ড জমি সরকার উপহার দিচ্ছে তার সাফল্যের স্বীকৃতি হিসেবে।

এ ঘটনা এলাকার জনমানুষের মাঝে আনন্দ ও গৌরবের বিষয় হয়ে দেখা দিয়েছে। সামান্য পান দোকানি থেকে নিয়ে সমাজের শীর্ষ স্তরের মানুষজন খুশি এতে। সাবেক সংসদ সদস্য বিশিষ্ট সমাজসেবক কামরুদ্দিন ইয়াহিয়া খান মজলিস, উপজেলা বাসদ নেতা অ্যাডভোকেট আনোয়ার হোসেন, শাহজাদপুর প্রেস ক্লাবের সেক্রেটারি ওমর ফারুক, স্থানীয় পল্লী চিকিৎসক আব্দুল মালেক খান আনন্দিত প্রতিক্রিয়া প্রকাশ করেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আজাদ রহমান বলেন, ‘মেধাবী অথচ অসহায় একটি পরিবারকে জমি দেওয়া হয়েছে। এতে আমরা উপজেলাবাসী খুশি হয়েছি। দেশের সব মেধাবী যোগ্য প্রতিভাকে এভাবে সম্মানিত করা উচিত।’

যাঁর হাত ধরে একটু একটু করে এই পর্যায়ে পৌঁছেছে অজপাড়াগাঁয়ের হতদরিদ্র তাঁত শ্রমিক আকতার হোসেনের কন্যা আঁখি খাতুন, শাহজাদপুরে তার সেই প্রশিক্ষক মনসুর রহমানও সন্তোষ প্রকাশ করেন শিষ্যের এই আনন্দ সংবাদে।

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুসেইন খান বলেন, ‘ফুটবলার আঁখির পরিবারের নিজস্ব কোনো বাড়িঘর নেই বললেই চলে। যেখানে বর্তমানে বসবাস করে, তা কষ্টদায়ক।’

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top