ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ সময় ইসরায়েলি সেনাদের গুলিতে চারজন ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনের কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রতিবাদ বার্ষিকী উপলক্ষে শনিবার র্যালির আয়োজন করে ফিলিস্তিনিরা। সে সময় গুলি চালায় ইসরায়েলি বাহিনী। এতে চারজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে তিন কিশোরও রয়েছে।
ইসরায়েলি সেনাদের দাবি, ওই র্যালিতে প্রায় ৪০ হাজার বিক্ষোভকারী অংশ নেয়। বিক্ষোভকারীদের অনেকের কাছে গ্রেনেড ও বিস্ফোরক ছিল।
তবে নিহতের বিষয়ে কিছু জানায়নি ইসরায়েলি বাহিনী।
Share!