Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে অনড় ট্রাম্প; চাইলেন পর্যাপ্ত অর্থ

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ করতে অনড় অবস্থানে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই দেয়াল নির্মানে পর্যাপ্ত অর্থ বরাদ্দ চেয়েছেন।

মঙ্গলবার টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি এ কথা বলেছেন। ওভাল অফিস থেকে দেয়া ওই ভাষণ যুক্তরাষ্ট্রের টেলিভিশন নেটওয়ার্কগুলোতে সম্প্রচারিত হয়।

ট্রাম্প বলেছেন, ক্রমবর্ধমান ‘মানবিক ও নিরাপত্তা সংকট’ নিরসনে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মান করা প্রয়োজন।

ওই ভাষণে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগ ও সংস্থার অচলাবস্থার জন্য ডেমোক্রেটদের দায়ী করেন ট্রাম্প।

তিনি বলেন, ডেমোক্রেটদের কারণেই কেন্দ্রীয় সরকারের অচলাবস্থা এখনো চলছে।

মেক্সিকো সীমান্তের পরিস্থিতিকে ‘মানবিক সংকট, হৃদয় ও আত্মার সংকট’ হিসেবে অভিহিত করেন তিনি।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top