ফিলিপাইনে ভারি বৃষ্টিপাত ও বন্যার কারণে সৃষ্ট ভূমিধসে হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। নিহতের সংখ্যা বেড়ে ৮৫ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত অন্তত ২০ জন নিখোঁজ রয়েছে। আজ বুধবার দেশটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের মুখপাত্র জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকাজে অংশ নিয়েছে জরুরি সহায়তা টিমের সদস্যরা। ভারি বৃষ্টিপাতের কারণে তল্লাশি, উদ্ধার ও ত্রাণসেবা ব্যাহত হচ্ছে।
তিনি জানান, এখন পর্যন্ত কমপক্ষে ২০ জন নিখোঁজ রয়েছে। পূর্বাঞ্চলীয় এলাকায় ৬৯ জনের মারা যাওয়ার খবর এসেছে। ভিসায়াস এবং অন্যান্য এলাকায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে।