Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

আপিলে মনোনয়ন বৈধ হলো যাদের

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিলের প্রেক্ষিতে বেশ কয়েকজনের প্রার্থিতা ফেরত দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ শুনানি শুরু করে নির্বাচন কমিশন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদাসহ অন্য নির্বাচন কমিশনাররা শুনানি করছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত যাদের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে-

গোলাম মওলা রনি (বিএনপি) পটুয়াখালী-৩;

মেজর (অব.) আখতারুজ্জামান (বিএনপি) কিশোরগঞ্জ-৩;

মোরশেদ উদ্দিন মিল্টন (বিএনপি) বগুড়া-৭;

তমিজ উদ্দিন (বিএনপি) ঢাকা-২০;

শফিকুল হক মনা (বিএনপি) খুলনা-৬

ফরিদুল কবির তালুকদার (বিএনপি) জামালপুর-৪;

সুমন সালামত পটুয়াখালী-১;

মিজানুর রহমান ঠাকুরগাঁও-১;

শাহজাহান পটুয়াখালী-৩;

কাইয়ুম চৌধুরী (বিএনপি) সিলেট-৩;

মাহবুব আলম (স্বতন্ত্র) গাজীপুর-২;

নজরুল ইসলাম নেত্রকোনা-১;

জহিরুল ইসলাম মিন্টু মাদারীপুর-১

শামসুল হুদা চাঁপাইনবাবগঞ্জ-১;

আয়নাল হক সিরাজঞ্জ-৩

জুবায়ের আহমেদ হবিগঞ্জ-১;

জয়নাল আবেদীন গাজীপুর-২

আফসার আলী সাতক্ষীরা-২;

মোহাম্মদ শাহজাহান পটুয়াখালী-৩;

হেলাল ব্রাহ্মণবাড়িয়া-৪;

জয়নাল আবেদিন;

ফজলুর রহমান জয়পুরহাট;

আবিদুর রহমান মানিকগঞ্জ-২;

জেসমিন নূর বেবী

আবদুল মজিদ ঝিনাইদহ-২

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top