Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

প্রতিদিন ১০ রানে ২ উইকেট দুঃখজনক : সাকিব

সিরিজের প্রথম টেস্টে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজকে দাপটে হারিয়েছে বাংলাদেশ- এই তথ্যে কোনো ভুল নেই। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার থেকে শুরু হতে চলা দ্বিতীয় তথা শেষ টেস্টে টাইগাররা যে উইন্ডিজকে হোয়াইটওয়াশ করার টার্গেটে নামবে, সেটাও বলে দিতে হয় না। দু-একটা সেঞ্চুরিও হয়তো হবে। কিন্তু শংকার আসল জায়গাটি হলো ওপেনিং জুটি। ওয়ানডেতে এই জুটি দাঁড়িয়ে গেলেও টেস্টে কোনোভাবেই হচ্ছে না। বিষয়টি ভাবাচ্ছে বাংলাদেশকে; কিন্তু মিলছে না সমাধান।

আজ মিরপুরে সংবাদ সম্মেলনে অধিনায়ক সাকিব আল হাসান কিছুটা উষ্মা নিয়েই বললেন, ‘প্রতিদিন ১০ রানে ২ উইকেট থাকা খুবই দুঃখজনক বিষয়। সব ম্যাচে তিন-চার-পাঁচ-ছয়ের ব্যাটসম্যান গিয়েই রান করবে, সে নিশ্চয়তা নেই। যদি এমন না হয় তাহলে একটু স্বস্তির জায়গা পাওয়া যায়। এটা অবশ্যই আমাদের জন্য সতর্কবার্তা। দুঃখের খবর হলো, আমাদের জন্য গুরুত্বপূর্ণ তামিম এখনো চোট কাটিয়ে উঠতে পারেনি।’

দেশসেরা ওপেনার তামিম ইকবালকে খুব বেশি করে মিস করছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টেও তিনি খেলতে পারবেন না। টানা ব্যর্থতার পাশাপাশি চোটে পড়ায় এই টেস্টে নেই ইমরুল কায়েস। সৌম্য সরকারের সম্ভাব্য ওপেনিং সঙ্গী হতে পারেন অভিষেকের অপেক্ষায় থাকা সাদমান ইসলাম। শুক্রবার সাদমানের অভিষেক হলে সর্বশেষ ১১ টেস্টে বাংলাদেশের ৯টি ওপেনিং জুটি দেখা যাবে। কিন্তু এরপরেও কি থিতু হতে পারবে একটি জুটি?

ওপেনিং জুটি কেন বারবার বদলাতে হচ্ছে, আজ সেটির বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক, ‘শুরুটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। সব সংস্করণেই শুরুটা গুরুত্বপূর্ণ। ওপেনাররা বলটা যেন পুরোনো করে দিয়ে আসতে পারে বা একটা ভালো জুটি গড়ে দিয়ে আসতে পারে। তাহলে খেলাটা অনেক সহজ হয়। এই জায়গায় আমরা বেশি সফল হয়নি। বোলিংয়ে হয়েছি, ব্যাটিংয়ে হইনি। এ কারণে অনেকগুলো ওপেনিং জুটি দেখা গেছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের মনে হয়েছে, বারবার বদল এলে একটা না সময় এসে ওরকম কাউকে আমরা পাব। ওই ভরসার জায়গাটা তৈরি করা খুব জরুরি। আশা করব আমরা ওরকম কাউকে পেয়ে যা যাতে আমাদের ভিতটা গড়ে উঠবে। দলের খুব ভালো একটা অবস্থানে আসতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওপেনিং জুটি। মুমিনুল এ বছর চারটা সেঞ্চুরি করেছে, খুবই ভালো। আমাদের ওপেনারদের কাছ থেকে যদি এ রকম এক-দুইটা সেঞ্চুরি বা বড় রান আসে বা জুটিটা যদি ৫০ পেরিয়ে যায় তাহলেও আমাদের জন্য বড় স্বস্তির।’

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top