Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

শাকিবের দুই নায়িকার একজন মৌমিতা মৌ

২০১৩ সালে কালাম কায়সারের ছবি ‘তোমার আছি তোমারই থাকবো’ চলচ্চিত্রের মাধ্যমে ঢাকাই ইন্ডাস্ট্রিতে পা রাখেন মৌমিতা মৌ। এরপর ‘অন্তর জ্বালা’ ‘রাগি’, ‘তোলপাড়’, ‘অন্ধকার জগত’ চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। প্রথম চলচ্চিত্রে একক নায়িকা হিসেবে এন্ট্রি হলেও  ২০১৮ সালে শাকিবের ছবিতে অভিনয়ের মাধ্যমে পাচ্ছেন বড় ব্রেক। জানালেন শাকিবের ছবিতে অভিনয় করছেন তিনি।

সম্প্রতি শাকিব খানের চলচ্চিত্রে দুই নায়িকা রাখার একটা প্রবণতা তৈরি হয়েছে। কখনও একজনকে মূল নায়িকা হিসেবে রেখে অন্যজনকে সহ নায়িকা নির্বাচন করা হয়। আবার কিছু ছবিতে দুই নায়িকাকেই প্রাধান্য দেওয়া হয়ে থাকে। অভিনয়ের জন্য সমান ডিউরেশন ও সমান সংখ্যক গান দুই নায়িকার মধ্যে বন্টন করে দেওয়া হয়।

এরই ধারবাহিকতায় হিসেবে শাকিব খানের ‘বীর’ ছবিতে দুই নায়িকার একজন হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন মৌমিতা মৌ। এটি পরিচালনা করছেন গুণী নির্মাতা কাজী হায়াত। ছবিটি প্রযোজনা করছেন শাকিব খান ও ইকবাল।

এ প্রসঙ্গে মৌমিতা মৌ কালের কণ্ঠকে বলেন, ‘ছবিতে দুই নায়িকা। এদের একজন আমি।  আমার মামাতো ভাই শাকিব খান। একসাথেই আমাদের চলাফেরা। তার আচরণে মনে হয় সে আমাকে ভালোবাসে। একটা সময় আমিও তার প্রেমে পড়ে যাই। কিন্তু শাকিব অন্য একটা মেয়ের প্রেমে পড়ে যায় তখন।’

মৌমিতা বলেন, ‘এটি একটি ত্রিভূজ প্রেমের ছবি তবে শুনলে বুঝবেন যে ছবিতে অ্যাকশন দৃশ্য বেশি। এখানে দুই নায়িকার সমান অভিনয়ের সুযোগ রয়েছে। তবে আমার ঠোঁটে কোনো গান থাকবে কি না তা এখনও নিশ্চিত নয়। কারণ অ্যাকশন ছবিতে গান কম থাকে। এই ছবিতেও গান থাকবে একটি বা দু’টি।’

পরিচালক কাজী হায়াত কালের কণ্ঠকে বলেন, ‘আমার ছবিতে গল্প ও অ্যাকশন আলোচ্য বিষয়, নায়িকা নয়। তারপরেও ছবিতে দুই নায়িকারই গুরুত্ব রয়েছে। তবে একজন তো মূখ্য চরিত্রে থাকবে। আমি অনেক দিন ধরে ছবি নির্মাণ করি না, তাই জানি না কার বাজার কাটতি রয়েছে, কোন দুইজনকে নিলে ছবির জন্য মঙ্গল হবে। আমি ছবির দুই প্রযোজককে বলে দিয়েছি তারা যেন নায়িকা নির্বাচন করে।’

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top