Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

জিম্বাবুয়ের ১৭ বছরের অপেক্ষা শেষ হলো

সিলেট টেস্টে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে হালের খর্বশক্তি হয়ে পড়া দল জিম্বাবুয়ে। ১৫১ রানের বিশাল এই জয়ে ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটল বাংলাদেশের ক্রিকেটের অকৃত্রিম বন্ধ দেশটির। ২০০১ সালে সর্বশেষ দেশের বাইরে টেস্ট ম্যাচ জিতেছিল ১৯৯২ সালে নিজেদের অভিষেক টেস্টে ভারতের মতো শক্তিশালী দলের সঙ্গে ড্র করা জিম্বাবুয়ে।

সিলেট টেস্ট দিয়ে জিম্বাবুয়ে মোট ১০৬টি টেস্ট খেলে ফেলেছে। বাংলাদেশের চেয়ে ৩টি কম। জিম্বাবুয়ের জয়ের সংখ্যা আজকের ম্যাচ শেষে ১২টি। বাংলাদেশ যেখানে জিতেছে মাত্র ১০টি টেস্ট। জিম্বাবুয়ে হেরেছে ৬৭টি ম্যাচে, ড্র হয়েছে বাকি ২৭টি ম্যাচ। এখানেও পিছিয়ে আছে বাংলাদেশ। ড্র করেছে মাত্র ১৬ টি ম্যাচ, আর হেরেছে ৮৩টি টেস্ট।

বাংলাদেশকে হারিয়ে দেশের বাইরে তৃতীয় জয় পেয়েছে জিম্বাবুয়ে। বিদেশের মাটিতে জয় পেতে তাদের অপেক্ষা করতে হয়েছে ১৭টি বছর! ১৯৯৮ সালে পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাটিতে পেশোয়ার টেস্টে ৭ উইকেটের ব্যবধানে জিতেছিল তারা। যা ছিলো ঘরের বাইরে জিম্বাবুয়ের প্রথম টেস্ট জয়। এর ৩ বছর পর ২০০১ সালে বাংলাদেশের বিপক্ষে পেয়েছিল দ্বিতীয় অ্যাওয়ে জয়। চট্টগ্রামের এম এ আজিজ ক্রিকেট স্টেডিয়ামে হওয়া সে ম্যাচে ৮ উইকেটের ব্যবধানে জিতেছিল জিম্বাবুয়ে।

হোম এবং অ্যাওয়ে মিলিয়ে জিম্বাবুয়ে সর্বশেষ টেস্ট জিতেছিল ৫ বছর আগে। ২০১৩ সালের সেপ্টেম্বরে পাকিস্তানকে হারারে টেস্টে ২৪ রানে হারিয়েছিল তারা। তবে গত ১৭ বছরে বিদেশের মাটিতে ২১টি ম্যাচ খেলেও জয়ের মুখ দেখা হয়নি জিম্বাবুয়ের। বেশ কয়েকমাস তারা টেস্ট থেকে দূরে ছিল। বিদেশের মাটিতে জিম্বাবুয়ের অবস্থা এতোটাই শোচনীয় ছিলো যে, ১৭ বছরে খেলা ২১ ম্যাচের মধ্যে ২০টিতেই হেরেছিল; একটি হয়েছিল ড্র। সেটিও ২০০৫ সালে বাংলাদেশের বিপক্ষে বঙ্গবন্ধু স্টেডিয়ামে।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top