Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

সংলাপের ফলাফল প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে জানিয়ে দেবেন

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের ফলাফল প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান সংবাদ সম্মেলন করে জানিয়ে দেবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের বিষয়গুলো সারসংক্ষেপ করে প্রধানমন্ত্রী সংলাপের ফলাফল জাতির উদ্দেশ্যে সংবাদ সম্মেলনে জানিয়ে দেবেন। আগামী ৮ বা ৯ নভেম্বর এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হতে পারে।

আজ সোমবার সমসাময়িক রাজনৈতিক ইস্যু নিয়ে সচিবালয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে সেতুমন্ত্রী এসব একথা জানান।

এ সময় সংলাপের মধ্যে ঐক্যফ্রন্টের কিছু কিছু দাবি মেনে নেওয়া হয়েছে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, ছোট পরিসরে আলোচনা হলে হয়তো আরো কিছু মেনে যাবে। কিন্তু ৮ নভেম্বর তফসিল ঘোষণা হলে অনেক কিছুই আমাদের সীমানায় থাকবে না। সংলাপে যুক্তিসঙ্গত কোনো প্রস্তাব থাকলে আলাপ-আলোচনা করে মেনে নেওয়া হবে।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top