Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

দুই জঙ্গি আস্তানায় অভিযান শুরু

নরসিংদীর মাধবদী ও শেখেরচরে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা দুই বাড়ির মধ্যে শেখেরচরের বাড়িতে অভিযান শুরু হয়েছে। অভিযানের প্রস্তুতি চলছে মাধবদীতে ঘিরে রাখা বাড়িটিতেও।

আজ মঙ্গলবার (১৬ অক্টোবর) সকাল ১০টা ১০ মিনিটে সাংবাদিকদের সামনে ব্রিফিং দেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। ব্রিফিং শেষে সিটিটিসি ইউনিটসহ পাঁচটি দল নিয়ে অভিযান শুরু করেন তিনি।

একটি সূত্র জানায়, শেখেরচরে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িটিতে অভিযানকালে সিটিটিসি ও সোয়াট টিমের সদস্যরা ভবনের ভেতর প্রবেশ করেন। ‌আর বাইরে অবস্থান নিয়ে দায়িত্ব পালন করেন এলআইসি টিম, বগুড়া জেলা পুলিশ, নরসিংদী জেলা পুলিশ ও মাধবদী থানা পুলিশের সদস্যরা।

বেলা সোয়া ১১টার দিকে বাড়িটির ভেতর পরপর দুটি গুলির শব্দ শোনা যায়। এরপর মুহুর্মুহু শোনা যায় গুলির শব্দ। বেলা পৌনে ১২টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত অন্তত ১২টি গুলির শব্দ শোনা যায়। এ সময় আশপাশের বাসিন্দারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে।

অভিযান শুরুর আগে সাংবাদিকদের সামনে ব্রিফিংকালে মনিরুল ইসলাম বলেন, ‘আমরা গোয়েন্দা রিপোর্টের মাধ্যমে নিশ্চিত হয়েছি এখানে একাধিক জঙ্গি বিস্ফোরক দ্রব্য নিয়ে অবস্থান করছেন। তবে বিস্ফোরক দ্রব্যের পরিমাণ বলতে পারছি না। তিনি বলেন, জঙ্গিবিরোধী অভিযান পরিচালনার জন্য আশপাশের লোকজনকে সরিয়ে নিয়েছি। অভিযানের চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। অল্প কিছুক্ষণের মধ্যেই সোয়াট টিম অভিযান শুরু করবে। আমরা প্রথমে তাদেরকে আত্মসমপর্ণে বাধ্য করার চেষ্টা করবো। তা না হলে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে সকাল ১০টায় নরসিংদী জেলা সিভিল সার্জন ডা. হেলাল উদ্দিনের নেতৃত্বে জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মিজানুর রহমানসহ চিকিৎসকদের একটি দল অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। একই সময় ঘটনাস্থলে পৌঁছান পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top