গ্রিসের উত্তরাঞ্চলে একটি লরির সঙ্গে একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।এতে ১১ জনের প্রাণহানি ঘটেছে। নিহত ব্যক্তিরা সবাই অভিবাসী বলে ধারণা করা হচ্ছে।স্থানীয় সময় গতকাল শনিবার এই দুর্ঘটনা ঘটে। দেশটির কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
গ্রিসের কর্মকর্তারা জানিয়েছেন, ওই সংঘর্ষের পর দুটি গাড়িতেই আগুন লেগে যায়। তবে লরিটির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
অভিবাসীদের বহনকারী গাড়িটি থেসালোনিকি এবং লরিটি কাভালার দিকে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ জানিয়েছে, ওই গাড়িটি এর আগে অভিবাসীদের পাচারের কাজে ব্যবহার করা হয়েছিল।
তারা বলছে, শনিবার গাড়িটি চেক করার জন্য পুলিশ থামতে নির্দেশ দিলেও তা অমান্য করে সেটির চালক।
নিহত ব্যক্তিরা কোন দেশের নাগরিক সেটি জানা সম্ভব হয়নি।