সর্বকালের সেরা গতির রাজা পাকিস্তানি পেস বলার শোয়েব আখতার।
হঠাৎ করেই সামাজিকমাধ্যমে আলোচনায় এসেছেন তিনি। এর কারণ শোয়েব নিজেই।
সামাজিকমাধ্যমে বেশ সক্রিয় শোয়েব আখতার। গতকাল নিজের টুইটার হ্যান্ডেলে একটি পোস্ট করেন এক সময়ের এ গতি দানব।
সঙ্গে দেন তার বলে পরাস্ত হওয়া ব্যাটসম্যানদের কয়েকটি চিত্র।
ছবি ওপরে ক্যাপশনে নিজেকে ‘ডন অব ক্রিকেট’ আখ্যা দেন শোয়েব। আর তাতেই ভারতীয় ক্রিকেট সমর্থকদের ট্রোলড হন এ পাক স্পিডস্টার।
টুইটারে শোয়েব আখতার লেখেন, ‘আমায় ওরা ক্রিকেটের ডন বলে ডাকে। তবে ডন হলেও কখনও লোককে আঘাত করে উপভোগ করিনি।
কিন্তু আমায় এটা বলতেই হবে যখন আমি খেলেছি, দেশের জন্য জান উজাড় করে দিয়েছি। আমি আমার দেশকে ভালোবেসে বল করে গেছি। আমার লক্ষ্য থাকত উইকেট তোলা।’
তার এই পোস্টের পরই ভারতীয় ক্রিকেট সমর্থকরা তাকে ট্রোল করতে শুরু করেন।
পোস্টের কমেন্টে কেউ লিখেছেন- মাত্র এই কয়টা উইকেট নিয়ে ক্রিকেটের ডন হলে তো, ক্রিকেটে ডনে ডনে ছেয়ে যাবে।
আরেকজন লিখেছেন- শচীনের হাতে মার খাওয়াটা কী ভুলে গেলে, শোয়েব!