ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার লড়াই শুরু করেছেন মি. ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম। পাঁঁজরের চোটে ভুগছিলেন তিনি। সেই চোট নিয়েই খেলেছেন এশিয়া কাপ। হাঁকিয়েছেন একটি সেঞ্চুরি, যা তার ক্যারিয়ারসেরা ইনিংস। অপর ম্যাচটিতে ৯৯ রানে আউট হয়েছেন। এবার তার পুরোপুরি সুস্থ হওয়ার মিশন শুরু।
আজ দুপুরে নিজের সোশ্যাল অ্যাকাউন্টে জিমনেশিয়ামে ব্যায়ামরত একটি ছবি পোস্ট করেন মুশি। ক্যাপশনে লেখা ছিল, ‘রিহ্যাব শুরু হলো। আপনারা আমার জন্য প্রার্থনা করবেন যাতে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি।’
বাংলাদেশের সেরা পাঁচ তারকা এখন ইনজুরি আক্রান্ত। মাশরাফি, সাকিব, তামিম, মাহমুদ উল্লাহ, মুশফিক কেউ ভালো নেই। এদের মধ্যে সাকিবের অবস্থা গুরুতর। তার আঙুল কখনই স্বাভাবিক হবে না। মুশফিক পাঁজরের ব্যথা নিয়ে এশিয়া কাপ খেলতে গিয়ে ডজন ডজন পেইন কিলার খেয়ে ব্যাটিং করেছেন। মাহমুদ উল্লাহও পাঁজরের চোটে আক্রান্ত। তবে গুরুতর কিছু নয়।