Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

মিলনের ফেসবুক আইডি হ্যাকড!

মঞ্চ, টিভি নাটক ও চলচ্চিত্রের অভিনেতা আনিসুর রহমান মিলনের ফেসবুক আইডিটি তার নিয়ন্ত্রণে নেই। সাইবার জগতের ‘দুর্বৃত্তরা’ তার আইডিটি হ্যাক করেছে বলে দাবি করেছেন তিনি।

২৯ সেপ্টেম্বর রাত ১১টার দিকে আলাপকালে এ তথ্য জানান জনপ্রিয় এ অভিনেতা।

এ বিষয়ে মিলন বলেন, ‘সাড়ে নয়টার দিকে আমার আইডিটা হ্যাক হয়েছে। আমি বুঝতেছি না আমার আইডি থেকে কাউকে বাজে ধরনের কোনো মেসেজ পাঠানো হয়েছে কি না। আমি যখন আইডিটি রিকোভারি করার জন্য চেষ্টা করছিলাম, তখন আমাকে জানানো হলো সিঙ্গাপুরের আশেপাশের কোনো জোন থেকে আমার আইডিটি হ্যাক হয়েছে।’

‘বিষয়টি নিয়ে খুব বিরক্ত আর বিব্রত। আর যদি আমার আইডি থেকে কারও কাছে কোনো ধরনের বাজে মেসেজ চলে যায় আশাকরি বিষয়টা আপনারা ওভাবেই দেখবেন। আমি চেষ্টা করছি আইডিটি আমার নিয়ন্ত্রণে আনার। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছি। ’

এ বিষয়টি নিয়ে বেশ চিন্তিত আনিসুর রহমান মিলন। আর বলেন, ‘কী যে হচ্ছে জানি না। আতঙ্কের মধ্যে আছি। খবরে পড়লাম, কয়েকজন সাইবার হামলাকারী ফেসবুক নেটওয়ার্কে হামলা চালিয়েছে। এতে অন্তত ৫ কোটি গ্রাহকের ব্যক্তিগত তথ্য বেহাত হয়ে থাকতে পারে। এমন ঘটনা ঘটতে থাকলে একটা সময় গিয়ে ফেসবুক ব্যবহার বন্ধ করে দেবো।’

এদিকে ফেসবুকে প্রতারণার ফাঁদ পেতেছে সাইবার জগতের দুর্বৃত্তরা। নানানভাবে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিচ্ছে তারা। আর শুধু তা-ই নয়, হয়রানিও করা হচ্ছে।

সম্প্রতি অপু বিশ্বাস, শবনম বুবলী, আরিফিন শুভ, সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ, তাহসান, মিনার রহমান, চিরকুট ব্যান্ডের শারমীন সুলতানা সুমী, পরিচালক দেবাশীষ বিশ্বাস, অনিমেষ আইচের অ্যাকাউন্টও হ্যাক হয়েছিল। আর অভিনেতা সালমান মুক্তাদিরের পেজ ফেসবুক থেকে মুছে দেওয়া হয়েছিল।

মিলন বর্তমানে ‘অলসপুর’, ‘জল রং’, ‘বাউন্ডোলে’ ‘পাগলা হাওয়া’ নামের ধারাবাহিক নাটকগুলোর কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।

‘অপরাজেয় কথাশিল্পী’ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস ‘দেবদাস’ অবলম্বনে আরিফুর জামান আরিফ নির্মাণ করবেন চলচ্চিত্র ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’। এতে মিলন গহর চরিত্রে অভিনয় করছেন। মিলন অভিনীত

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top