প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় মার্কিন সংবাদমাধ্যম দ্য রিয়েল ক্লিয়ার পলিটিক্সে গত শনিবার প্রকাশিত এক কলামে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেছেন।
‘The Truth About Bangladesh’s Upcoming Elections’ শিরোনামের লেখায় জয় জাতীয় সংসদ নির্বাচন ও বিরোধী দলের রাজনীতি নিয়ে বিশ্লেষণ করেছেন।
কলামে তিনি লিখেছেন, সরকারবিরোধীরা দাবি করছে বাংলাদেশের গণতন্ত্র ভেঙে পড়েছে। তারা ২০১৪ সালের নির্বাচনকে বৈধ মনে করে না এবং বলছে আসন্ন নির্বাচনও সেরকম হবে। তারা অভিযোগ করে কয়েকজন বিরোধী রাজনীতিকের গুম হওয়াটা সরকারের ষড়যন্ত্র। তবে তারা ভুল বলছে বলে মন্তব্য করেন জয়।