যেমনটা কথা দিয়েছিলেন এর নির্মাতারা, তেমনটাই হলো। অবমুক্ত করা হলো ভারতের ছবির সবচেয়ে বড় তারকা রজনীকান্ত ও সুপারস্টার অক্ষয় কুমার অভিনীত ও সাম্প্রতিক সময়ের সবচেয়ে আকাঙ্ক্ষিত ছবি ‘টু পয়েন্ট জিরো’র টিজার। দুর্দান্ত এই সাইন্স ফিকশন মুভিটির অসাধারণ টিজারটি আপনাকে মুগ্ধ করবে।
১ মিনিট ৩১ সেকেন্ডের এই টিজারে দর্শকরা স্পেশাল ইফেক্টের ঝলক দেখতে পাবেন। আজ বৃহস্পতিবার গণেশ চতুর্থির উৎসব উপলক্ষে এটি অবমুক্ত করা হয়। এটি রজনীকান্তের ব্লকবাস্টার ‘রোবট’-এর সিক্যুয়েল।
ছবিতে রজনীকান্ত ও অক্ষয় কুমার ছাড়াও আরো আছেন আদিল হুসেন, সুধাংশু পান্ডে, অ্যামি জ্যাকসন প্রমুখ। ছবিটির সাথে সামঞ্জস্য রেখে এর নান্দনিক সংগীত আয়োজন করেছেন মিউজিক্যাল সুপার ট্যালেন্ট এ আর রহমান।
শংকর পরিচালিত ‘টু পয়েন্ট জিরো’ ছবিটি আগামী ২৯ নভেম্বর সিলভার স্ক্রিনে হিট করবে। এর আগে আসুন দেখে নিই ছবিটির দারুণ এই টিজার।