একজন অন্ধ পিয়ানোবাদক, একজন প্রেমিকা আর একটি খুন- এই নিয়েই তৈরি ‘আন্ধাধুন’। সম্প্রতি ট্রেলার মুক্তি পেল শ্রীরাম রাঘবন নির্দেশিত এই মার্ডার মিস্ট্রির। সাধারণত দুপুর বা সন্ধ্যেতেই কোনো সিনেমার ট্রেলার মুক্তি পায়। তবে এই সিনেমার জন্য আয়োজকেরা বেছে নিয়েছিলেন মধ্যরাতকেই।
আয়ুষ্মান খুরানা, রাখিকা আপ্তে ও টাবু অভিনীত এই সিনেমা প্রথমে মনে হতেই পারে নিছক কোনো মিষ্টি প্রেমের গল্প। তবে ঘটনা বাঁক নেবে অচিরেই। অন্ধ পিয়ানোবাদকের ভূমিকায় রয়েছেন আয়ুষ্মান, অন্য চরিত্রে রয়েছেন রাধিকা। দুজনের প্রেম শুরু হওয়ার মুখেই অদ্ভুত বাঁক নেয় গোটা গল্পটিই। মিষ্টি প্রেমের গল্পে ঢুকে পড়ে খুন আর রহস্য।
অন্ধ পিয়ানোবাদকের জীবনই বদলে যায় এর পরে। একটি হত্যা, ঘটনাস্থলে আয়ুশমানের উপস্থিতি তাঁকে হত্যার প্রধান সন্দেহভাজন করে তোলে। ‘আন্ধাধুন’ পরিচালনা করেছেন শ্রীরাম রাঘবন। এর আগে ‘বদলাপুর’-এর নির্দেশনা করেছিলেন তিনি। তবে পরিচালক শ্রীরাম রাঘবনের সঙ্গে এই প্রথম কাজ করেছেন আয়ুষ্মান খুরানা।
নিজের ট্যুইটার হ্যান্ডেলে এই ট্রেলারটি শেয়ার করেছেন আয়ুষ্মান তার ক্যাপশনে লেখেন, আপনি যা দেখতে পান না আমি তা দেখতে পাই, হয়তো আপনিও পাবেন। ‘নিজের জন্য দেখুন’। দেরি হওয়ার জন্য দুঃখিত। এখানে রইল আন্ধাধুন এর ট্রেলার।
আয়ুষ্মান খুরানার জন্য ‘আন্ধাধুন’ই এই বছরের প্রথম সিনেমা। শেষবার ভূমি পেদেনকরের বিপরীতে ‘শুভ মঙ্গল সাবধান’-এ অভিনয় করেছিলেন তিনি। এদিকে, রাধিকা আপ্তেকে এ বছর শেষবার দেখা গিয়েছে ‘প্যাডম্যান’ ছবিতে অক্ষয়ের বিপরীতে। তবে নেটফ্লিক্সে ‘সাট স্টোরিজ’ আর ‘ঘাউল’-এ কাজ করেছেন তিনি।