বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশের মহাসড়কের প্রায় ১৪ কিলোমিটার এলাকাজুড়ে যানজট তৈরি হয়েছে। হাজার হাজার যানবাহন আটকে পড়েছে মহাসড়কে। মাঝেমধ্যে কিছুটা ধীরগতিতে যান চলাচল করছে। এতে যাত্রীদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে।
উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী ও ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী হাজার হাজার যানবাহন এ মহাসড়কে আটকে পড়েছে।
মহাসড়কের যানজটের রেশ পড়েছে নলকা-সিরাজগঞ্জ-মুলিবাড়ি বাইপাস আঞ্চলিক সড়কে। মহাসড়কে যানজট দেখে বহু যানবাহন বাইপাসে প্রবেশ করায় সেখানে ও সিরাজগঞ্জ শহরেও থেকে থেকে যানজট সৃষ্টি হচ্ছে।
এছাড়া মঙ্গলবার রাত ১১টার দিকে একটি সড়ক দুর্ঘটনার কারণে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে যানজট বৃদ্ধি পেয়েছে।