‘কাসৌটি জিন্দেগি কে ২’ নিয়ে আবার টিভি দর্শকদের মাতাতে আসছেন ‘ডেইলি সোপ কুইন’ একতা কাপুর। ‘কাসৌটি জিন্দেগি কে’র প্রথম কিস্তি শুরু হওয়ার ১৭ বছর পর শুরু হলো এই ডেইলি সোপটির দ্বিতীয় কিস্তি। একতা কাপুরের বালাজি টেলিফিল্মস এর অধীনে নির্মাণাধীন এই সোপ অপেরাটি আগামী ২৫ সেপ্টেম্বর থেকে স্টার প্লাসে দেখানো হবে।
আর এই সোপ অপেরা দিয়ে বেশ কিছু দিন পর ফিকশনে কামব্যাক করছেন অভিনেত্রী হিনা খান।
আর তাই যেন ইনস্টাগ্রামে ঝড় তুলছেন এই অভিনেত্রী। চলছে নিত্যনতুন সব পোস্ট। আর হিনা খান সেই ক্যাটাগরির অভিনেত্রী, যাকে ট্রেন্ড ফলো করে, তিনি কোনো ট্রেন্ড ফলো করেন না।
Share!