২০১১ সালে লিবিয়ায় গণঅভ্যুত্থানের সময় বিক্ষোভকারীদের হত্যার দায়ে গাদ্দাফি সমর্থক সশস্ত্র গোষ্ঠীর ৪৫ সদস্যকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন সেদেশের অপরাধ আদালত। বুধবারের রায়ে অভিযুক্তদের ফায়ারিং স্কোয়াডে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেয়া হয়। এর পাশাপাশি একই অপরাধে ৫৪ জনকে ৫ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।
তাদের বিরুদ্ধে অভিযোগ, লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফি বিরোধী বিদ্রোহীরা যখন রাজধানী ত্রিপোলীর কাছাকাছি অবস্থান করছিলো, তখন তাদের ওপর সরাসরি গুলি চালায় তারা।
এর আগে, সাবেক গাদ্দাফি প্রশাসনের বেশ কয়েকজন উচ্চ পর্যায়ের কর্মকর্তাসহ তার ছেলে সাইফ আল ইসলামের মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়। ২০১১ সালে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সহযোগিতায় গাদ্দাফিকে হত্যা করে বিদ্রোহীরা।
এরপর থেকে ত্রিপোলী ও দেশটির পূর্বাঞ্চল কেন্দ্রিক রাজনৈতিক দল, বিদ্রোহী এবং সেনাবাহিনীর মধ্যে সংঘাত চলে আসছে। স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এ বছরের শেষের দিকে দেশটিতে পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষণা দেয়া হলেও, সুষ্ঠু নির্বাচনে নিয়ে সন্দিহান আন্তর্জাতিক মহল।